বসিরহাটের তৃণমূল প্রার্থ𒁃ী হাজি শেখ নুরুল ইসলাম। আর দক্ষিণ কলকাতার তৃণমূꦇল প্রার্থী মালা রায়। দুজনেরই মনোনয়ন বাতিলের দাবিতে একেবারে উঠেপড়ে লেগেছিলেন। তবে দিনের শেষ নিট ফল শূন্য। হতাশ বিজেপি শিবির। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে কারোরই মনোনয়ন বাতিল হয়নি।
কার্যত শে𒊎ষ পর্যন্ত মুখ পুড়ল বিজেপির। কমিশন জানিয়েছে তাদের মনোনয়নে কোনও ত্রুটি ছিল না। সেক্ষেত্রে তাদের মনোনয়ন বাতিল হয়নি।
বসিরহাটের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে নো ডিউজ সার্টিফিকেট জমা না দেওয়ার অভিযোগ তুলেছিল বিজেপি। তাদের দাবি বীরভূমে আগের প্রার্থী দেবাশিস ধরের বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই একই অভিযোগ ছিল নুরুলের বিরুদ্ধেও। বিজেপির রাজ্য সাধারণ সম্ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚপাদক জগন্নাথ চট্টোপাধ্য়ায় জানিয়েছিলেন মালা 🐷রায় কলকাতার পুরসভার চেয়ারপার্সন পদ থেকে পদত্যাগ না করেই লোকসভা ভোটের প্রার্থী পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন। সেকারণে তাঁর মনোনয়ন বাতিলের আবেদন করা হয়েছিল বিজেপির তরফে।
এনিয়ে নানা চেষ্টা করেছিল বিজেপি। নানা বক্তব্য হাজির করা হয়েছিল বিজেপির তরফে🌳। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল কমিশন জানিয়ে দিল তাদের মনোনয়ন গ্রহণ করা হয়েছে। অর্থাৎ বাতিল হল না দুই প্রার্থীর মনোনয়ন।