দীর্ঘ প্রতীক্ষার পর হরিয়ানায় প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। হর♏িয়ানায় ১০টি আসনের মধ্যে ৯ টিতে লড়বে জাতীয় কংগ্রেস। তার মধ্যে ৮ জনের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় যেমন নাম রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্রের, তেমনি প্রাক্তন মন্ত্রীর নামও রয়েছে। আবার বিধায়ক থেকে শুরু করে তরুণ মুখ🦩ও রয়েছে। তবে গুরুগ্রাম আসনে এখনও প্রার্থী চূড়ান্ত করতে পারেনি কংগ্রেস।
আরও পড়ুন: কোঝিকোড় লোকসভা কেন্🔥দ্র ২০২৪: কংগ্রেস গড়ে বামেদের বড় চাল, একনজরে সব তথ্য
তালিকা অনুযায়ী, কারনাল থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে যুব কংগ্রেসের রা😼জ্য সভাপতি দিব্যাংশু বুধিরা👍জাকে। ৩১ বছর বয়সি দিব্যাংশু হলেন কারনালের বাসিন্দা। তিনি প্রকাশ্যে বিজেপি প্রার্থী মনোহর লালের বিরুদ্ধে একাধিক বক্তব্য রেখেছেন। দিব্যাংশু বুধিরাজা একজন তরুণ মুখ। দুবার বিজেপির মুখ্যমন্ত্রী হওয়া মনোহর লালের বিরুদ্ধে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এদিকে, গতবার হারের পর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কুমারী সেলজার আসন বদল করা হয়েছে। এবার আꦆম্বালার বদলে তাঁকে সিরসা থেকে প্রার্থী করা হয়েছে। এখানে অশোক তানোয়ার কংগ্রেস ছাড়ার পর দলের কোনও বড় মুখ সেভাবে ছিল না। সে কারণেই সেলজাকে মাঠে নামানো হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
অন্যদিকে, আম্বালার প্রার্থী করা হয়েছে হরিয়ানা কংগ্রেসের প্রাক্তন সভাপতি ফুলচাঁদ মুল্লানার ছেলে বরুণ চৌধুরীকে। 🐼বর্তমানে তিনি মুল্লানা কেন্দ্রের বিধায়ক। প্রত্যাশা মতো এবারও রোহতক থেকে প্রার্থী করা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডার পুত্র দীপেন্দ্র হুডাকে। এই আসন থেকে অতীতে তিন বার জয়ী হয়েছিলেন তিনি। গতবারও তিনি এই আসনে লড়েছিলেন। তবে জিততে পারেননি। সতপাল ব্রহ্মচারীকে সোনিপত থেকে প্রার্থী করা হয়েছে। তিনি ২০২২ সালের বিধানসভা নির্বাচনে হেরেছিলেন। সমাজের অনেকেই তাঁকে সাধু হিসেবে দেখেন।