বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোটে থেকেও তৃণমূল বারবার দাবি করে আসছিল যে বাংলায় তারা একাই লড়বে। তা সত্ত্বেও বাংলায় তৃণমূলের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আশায় ছিল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বারবার দাবি করেছিলেন, তৃণমূলের জন্য দরজা খোলা। কিন্তু, কংগ্রেসের আশায় জল ঢেলে বাংলায় একলা চলার পথই অনুসরণ করল তৃণমূল। আজ র🎶বিবার ব্রিগেডের সভা থেকেই বাংলায় এক লড়ার কথা জানিয়ে সব আসনেই প্রার্থী ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এনিয়ে এবার তৃণমূলের সমালোচনা করলেন জয়রাম রমেশ। তিনি বলেছেন, এই ধরনের সিদ্ধান্ত আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা প্রয়োজন ছিল, একতরফা ঘোষণཧার মাধ্যমে নয়।
আরও পড়ুন: 'একা🀅 লড়🎀বে তৃণমূল', বললেন মমতা, ৪২ আসনের প্রার্থীর নাম ঘোষণা অভিষেকের
ব্রিগেডের ‘জনগর্জন’ সভা থেকে মমতা আজ রবিবার বলেন, ‘দেশ কোন পথে চলবে, সেটা ঠিক করবে তৃণমূল কংগ্রেস। দিশা দেখাবে বাংলা।♐ বাংলায় একা লড়বে তৃণমূল। লড়াইটা তৃণমূল বনাম বিজেপি হবে।’ প্রসঙ্গত, বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট নিয়ে প্রথম থেকেই সমস্যা দেখা দিয়েছিল। তারপর আসন ভাগাভাগি নিয়েও স♚েই জট অব্যাহত ছিল।
বাংলায় কংগ্রেসকে দুটি আসনে প্রস্তাব দিয়েছিল তৃণমূল কংগ্রেস। তবে তাতে রাজি হয়নি কংগ্রেস নেতৃত্ব। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় গত মাসে ঘোষণা করেছিলেন যে তাঁর দল বাংলায় এককভাবে নির্বাচনে লড়বে। তিনি বলেছিলেন, ‘আমি কংগ্রেসকে দুটি আসন অফার করছিলাম এবং তাদের জিততে দিতাম। কিন্তু তারা আরও চেয়েছিল। আমি বললাম ঠিক আছে, তাহলে সব ৪২টিতেই প্রতিদ্বন্দ্বিতা করুন।’ তবে জয়রাম রমেশ এর🥀 আগে বলেছিলেন, যে মমতাকে ছাডဣ়া ইন্ডিয়া ব্লকের কল্পনা করা যায় না।