দুয়ারে কড়া নাড়ছে লোকসভা ভোট। তার আগে কংগ্রেসের ষষ্ঠ প্রার্থী তালিকা প্রকাশ করা হল। সেই তালিকায় কারা রয়েছেন একবার দেখে নিন। রাজস্থানে আজমেড় আসন থেকে দাঁড়িয়েছেন রামচন্দ্র চৌধুরী। রাজস্থানের রাজসামন্দ থেকে দাঁড়াচ্ছেন সুদর্শন রাওয়াত। রাজস্থানের ভিলওয়াড়া থেকে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন ডাঃ দামোদর গুর্জর। রাজস্থানের কোটাতে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন প্রহ্লাদ গুঞ্জল। তামিলনাড়ুর তিরুনেলভেল থেকে দাঁড়াচ্ছেন অ্যাডভোকেট সি রবার্ট ব্রুস।অন্যদিকে সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, তামিলনাড়ুর ভিলাভানকোড় বিধানসভা আসনের উপনির্বাচনে ডাঃথারাহাই কুথবার্টকে প্রার্থী করেছে কংগ্রেস। সেই নিরিখে সেখান থেকে এবার কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এদিকে এবার একদিকে এনডিএ জোট। আর অন্যদিকে ইন্ডিয়া জোট। তবে শেষ পর্যন্ত কারা কতটা দাগ কাটতে পারবে তার জন্য এখনও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ইতিমধ্যেই ইন্ডিয়া জোট কার্যত নড়বড়ে হয়ে গিয়েছে। একাধিক রাজ্য়ে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোটের শরিকদের মধ্য়ে কোথাও কোনও মিল নেই। বাংলাতেও জোটের সেরকম কোনও প্রভাবই পড়ছে না। সব মিলিয়ে শেষ পর্যন্ত ইন্ডিয়া জোট কতটা প্রভাব ফেলতে পারবে সেটাও দেখার। তবে কংগ্রেস নিজেরাও এখনও অনেক আসনে প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি। এদিকে রাজস্থান একটা সময় কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল। তবে সেখানেও এখন গেরুয়ার দাপট।