অবিলম্বে হোয়্যাটসঅ্যাপে ‘বিকশিত ভারত’-র মেসেজ পাঠানোর প্রক্রিয়া বন্ধ করতে হবে। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রককে সেই নির্দেশ দিল নির্বাচন কমিশন। সেইܫসঙ্গে তথ্যপ্রযুক্তি মন্ত্রকের থেকে রিপোর্ট তলব করা হয়েছে। যদিও মন্ত্রকের তরফে দাবি করা হয়েছে যে আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার আগেই হোয়্যাটসঅ্যাপে ‘বিকশিত ভারত’-র মেসেজ পাঠানো হয়েছিল। কিন্তু নেটওয়ার্ক সমস্যা বা সিস্টেম সংক্রান্ত গোলযোগের কারণে ভোটারদের হোয়্যাটঅ্যাপে কয়েকটি মেসেজ পৌঁছে থাকতে পারে। উল্লেখ্য, গত ১৬ মার্চ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। তখন থেকেই আদর্শ🍷 আচরণবিধি কার্যকর হয়ে গিয়েছে। অর্থাৎ তার আগেই ‘বিকশিত ভারত’-র মেসেজ পাঠানো হয়েছিল বলে দাবি করেছে তথ্যপ্রযুক্তি মন্ত্রক।
তবে অনেকেই দাবি করেছেন যে আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার পরও তাঁদের হোয়্যাটসঅ্যাপে সেই ‘বিকশিত ভারত’-র মেসেজ এসেছে। ‘বিকশিত ভারত সম্পর্ক’ (Viksit Bharat Sampark) নামে হোয়্যাটসঅ্যাপ থেকে সেই মেসেজ পাঠানো হয়। ‘লেটার ফ্রম প্রাইম মিনিস্টার’ (প্রধানমন্ত্রীর চিঠি) নামে সেই বার্তায় প্রধানমন্ত্রী আবাস যোজনা, আয়ুষ্মান ভারত, মাত্꧑রু বন্দনা যোজনার মতো মোদী সরকারের বিভিন্ন প্রকল্পের উল্লেখ করা হয়েছে। সেইসঙ্গে আমজনতার থেকে সেই সংক্রান্ত বিষয়ে বিভিন্ন পরামর্শও চাওয়া হয়েছে বলে দাবি করা হয়।
আর সেই বার্তা পাঠিয়ে আদর্শ আচরণবিধির লঙ্ঘন করা হয়েছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠতে থাকে। কমিশনের কাছে অভিযোগ দায়ের করে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলও। প্রধানমন্ত্রী মোদীর নামে কমিশনের কাছে অভিযোগ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যয়ের দলের নেতা ডেরেক ও'ব্রায়ান বলেন, ‘আমাদের নজরে এসেছে যে ২০২৪ সালের ১৫ মার্চের তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি চিঠি লিখেছেন। তাতে (দেশবাসীকে) আমার প্রিয় পরিবারবাসী হিসেবে উল্লেখ করেছেন। সেখানে গত এক দশকে বিজেপির সরকারের বিভিন্ন কর্মসূচি এবং প্রকল্পের কথা তুলে ধরেছেন। দেশের বিভিন্ন প্রান্তের ম🐎ানুষদের হোয়্যাটসঅ্যাপের মাধ্যমে সরাসরি সেই চিঠি পাঠানো হচ্ছে।’
সেইসঙ্গে নির্বাচন কমিশনের ই-ভিজিল মোবাইল অ্যাপেও অভিযোগ জমা পড়ে। সেই পরিস্থিতিতে কমিশনের তরফে অবিলম্বে ‘বিকশিত ভারত’-র মেসেজ পাঠানোর প্রক্রিয়া বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলা মিডিয়া সার্টিফিকেশন এবং নজরদারি কমিটির প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে আদর্শ 🐬আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে।