বিজেপি প্রার্থীর অফিস থেকে টাকা উদ্ধার করতে গিয়ে নির্বাচনী আধিকারিকদের মারধর করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব মুম্বই লোকসভা কেন্দ্রের মুলুন্ড শহরতলির বিপি ক্রস রোড এলাকায়। অভিযোগ উঠেছিল, এই কেন্দ্রের বিজেপি প্রার্থী মিহির কোতেহকা ভোট❀ারদের টাকা বিতরণ করছেন। সেই অভিযোগে পেয়ে নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড বিজেপি প্রার্থীর ওই অফিসে হানা দেয়। তখন আধিকারিকরা আক্রান্ত হন বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশ ৩০ জনের বিরুদ্🔜ধে মামলা রুজু করেছে। যার মধ্যে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন: নাকা তল্লাশ𓆉িতে BJP নেতার গাড়ি থেকে উদ্ধার টাকার পা♓হাড়, শোরগোল জলপাইগুড়িতে
আগামীকাল ২০ মে মুম্বইয়ে ভোট হবে। তার আগে শুক্রবার ভোটারদের টাকা বিল করার অভিযোগ ওঠে। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ আসে, একটি মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটারদের টাকা বিলি করা হচ্ছে। ফলে আদর্শ আচরণ বিধি ভঙ্গ করা হচ্ছে বলে অভিযোগ। ওই শহরতলিতে বিজেপির প্রার্থীর ব্যাক অফিসে হানা দেন ফ্লাইং স্কোয়াডের আধিকারিকরাꦬ। সেখানে হানা দিয়ে নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করে এবং সেগুলি বাজেয়াপ্ত করেন আধিকারিকরা।
যদিও বিজেপি কর্মীদের দাবি এই টাকার যাবতীয় নথি তাদের কাছে রয়েছে। তবে অভিযোগ, আধিকারিকদের হানা দেওয়ার সময় শিবসেনা (ইউবিটি)- এর কর্মী সমর্থকরা টাকা বি♑লির অভিযোগ তুলে বিজেপি প্রার্থীর অফিস ভাঙচুর করে। তখন তারা নির্বাচনী আধিকারিকদেরও মারধর করে বলে অভিযোগ। এমনকী তারা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ♛ে আনে এবং ফ্লাইং স্কোয়াডের আধিকারিকদের উদ্ধার করে।