এবার ভোটের প্রিসাইডিং অফিসারদের খাবারে পোকা কিলবিল করছিল বলে 🎀অভিযোগ উঠল। অভিযোগ, আর এই খাবার দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের নির্দেশে আয়োজিত একটি প্রশিক্ষণ কেন্দ্রে। অভিযোগ, প্রশিক্ষণরত প্রিসাইডিং অফিসারদের মেয়াদ-উত্তীর্ণ খাবার দেওয়া হয়েছিল। আর সেই কারণে তাতে পোকা দেখা গিয়েছে। এমন অভিযোগকে কেন্দ্র করে তুমুল শোরগোল পড়ে গিয়েছে। ঘটনাটি হল বাঁকুড়ার।
আরও পড়ুন: কুলতলিতে স্কুলে মিড ড👍ে মিলের মাংস-ভাত খেয়ে অসুস্থ শত��াধিক পডুয়া, বিক্ষোভ
১৯ এপ্রিল থেকে শুরু হয়েছে ২০২৪ সালের লোকসভা নির্বাচন। বাঁকুড়ায় লোকসভা নির্বাচন আগামী ২৫ মে। ভোটের ডিউটির জন্য ভোটকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রিসাইডিং অফিসারদের সেরকম নির্বাচন কমিশনের নির্দেশের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, বাঁকুড়ার খাতড়া মহকুমা এলাকার খাতরা কংসাবতী শিশু বিদ্যালয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। তাতে প্র𓂃ায় ৮০০ জন প্রিসাইডিং অফিসার অংশ নিয়েছিলেন।
দাবি করা হয়েছে যে প্রশিক্ষণের ফাঁকে দুপুরে প্রিসাইডিং অফিসারদের টিফিন দেওযꦬ়া হয়। তাতে প্যাটিস থেকে শুরু করে আরও বেশ কিছু প্যাকেটজাত খাবার ছিল। টিফিন পাওয়ার পরেই খেতে শুরু করে দিয়েছিলেন অনেকেই। তখনই বেশ কয়েকজনের চোখে পড়ে পোকা। প্যাটিসের ভিতর পোকা কিলবিল করতে দেখে অনেকের বমি বমি ভাব হতে শুরু করে। অনেকেই অসুস্থ বোধ করতে শুরু করেন বলে অভিযোগ উঠেছে।