কোঝিকোড় লোকসভা কেন্দ্রটি কেরল রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ একটি লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রে ১৯৫২ সাল থেকেই নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের মোট ভোটার ছিল ১৩ লক্ষ ඣ১৫ হাজার ৩৫৫ জন। ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় এখানে ভোটগ্রহণ করা হবে।
বর্তমানে কেন্দ্রটিতে কোন সংরক্ষণ নেই। লোকসভা নির্বাচনের ইতিহাস ঘাটলে দেখা যাবে এই কেন্দ্রটিতে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময়ে জয়লাভ করেছে। জাতীয় কংগ্রেস থেকে ইন্ডিয়ান মুসলিম লীগ কিংবা ভারতের কমিউনিস্ট পার্টি থেকে জনতা দল বিভিন্ন দল এই কেন্দ্র থেকে জয়ী হয়েছে বিগত লোকসভা নির্বাচনগুলিতে। ১৯৫২ সালে কিষান মজদুর প্রজা পার্টির পক্ষ থেকে এডি মেনন এই কেন্দ্রের সাংসদ নির্বাচিত হন। ভারতীয় জাতীয় কংগ্রেসের কৃষ্ণান নায়ার ১৯৫৭ সালে এই কেন্দ্রಌ থেকে জয়লাভ করেন। ১৯৬৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের পক্ষ থেকে মোহাম্মদ কয়া এবং ইব্রাহিম সাইত এই কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন। ১৯৭৭ সালে জাতীয় কংগ্রেসের হাতে যায় এই কেন্দ্রটি। ১৯৮০ নির্বাচনে ইমবিছি বাভা সিপিআই-এর পক্ষ থেকে এই কেন্দ্রে জয়লাভ করেন।
১৯৮৪ থেকে ১৯৯১ পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেসের দখলে থাকেই কেন্দ্রটি। এর মধ্যে শেষ দু’বার এই কেন্দ্র থেকে জয়ী হন কে মুরলীধরন। ১৯৯৬ সালের জনতা দলের পক্ষ থেকে বীরেন্দ্র কুমার জয়ী হন এই কেন্দ্রে। ১৯৯৮ এবং ১৯৯৯ সালে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে যথাক্রমে এবং কে মুরলীধরন সাংসদ নির্বাচিত হন। ২০০৪ সালে জনতা দলের পক্ষ থেকে বীরেন্দ্র কুমার ফের একবার এই কেন্দ্র থেকে জয়ী হন জাতীয় কংগ্রেসকে পরাজিত করে। ২০০৯ সালের নির্বাচনে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এম কে রাঘবন ৪২.৯২ শতাংশ ভোট পেয়ে জয়ী হন, যেখানে সিপিআইএমের পক্ষ থেকে মোহাম্মদ রিয়াজ ৪২.৮১ শতাংশ ভোট পান। ২০১৪ সালেও এমকে রাঘবন এই কেন্দ্র থেকে ৪২.১২ শত🌊াংশ ভোট পান। দ্বিতীয় স্থানে ছিল সি🐼পিআইএমের বিজয় রাঘবন। সর্বশেষ লোকসভা নির্বাচনে এমকে রাঘবন ৪৫.৮২ শতাংশ ভোট নিয়ে সাংসদ নির্বাচিত হন।
ফের এবার রাঘবনকে টিকিট দিয়েছে কংগ্রেস। অন্যদিকে তাঁর বিরুদ্ধে সিপিএমের প্রার্থী বর্তমানে রাজ্যসভার সাংসদ এলামারাম করিম। আসনটি যাতে কংগ্রেসের থেকে ছিনিয়ে নেওয়া যায়, সেই কারণেই এই বর্ষীয়ান বাম নেতাকে নামিয়েছে দল। অন্যদিকে বিজেপির তরফে ময়দানে আছেন🦩 এম রমেশ। তবে গেরুয়া দলের এখানে তেমন শক্তিি নেই।
কোঝিকোড় লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলিতে সিপ♓িআই, জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল লীগ থেকে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ বিভিন্ন রাজনৈতিক দলেরই প্রাধান্য রয়েছে। বেলুসেরি কেন্দ্রে সিপিআই-এর পক্ষ থেকে কেএম শচীন দেব জয়ী হন। এলুথুর কেন্দ্রে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির একে সসেন্দ্রন বಌিধায়ক নির্বাচিত হন। ওঝিকর উত্তর কেন্দ্র থেকে টি রবীন্দ্রন এবং বেপুর কেন্দ্রে মোঃ রিয়াজ সিপিআই-এর পক্ষ থেকে জয়ী হন। কডুভ্যালি কেন্দ্রে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের এম কে মুনির বিধায়ক নির্বাচিত হন ২০২১ সালের নির্বাচনে।