আজ সকাল সকাল ময়দানে নেমে পড়েন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। আর সকাল থেকেই তিনি রণংদেহী সুরে হুঁশিয়ারি দিয়ে রাখেন তৃণমূলকে। তাঁর সাফ কথা, বিজেপির পোলিং এজেন্টের গায়ে হাত পড়লে সেভাবেই পালটা 'জবাব' দেওয়া হবে। প্রসঙ্গত, হুগলি লোকসভা কেন্দ্রে এবার দুই তারকার লড়াই। লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এবার ভোট ময়দানে রচনা বন্দ্যোপাধ্যায়কে নামিয়েছে তৃণমূল। এই আবহে লকেটের বক্তব্য, তারকা ফ্যাক্টরটা হুগলিতে বিষয় নয়। (আরও পড়ুন: WB Lok Sabha Vo💖𒐪te LIVE: সকাল সকাল 'অশান্তি', ভোট পঞ্চমীতে তপ্ত বাংলা)
আরও পড়ুন: LS Voting LIVE: ‘রাহুল আমায় বলেন…’,ভোটের সকালে ব🔥ড় দাবি আমেঠির কংগ্রেস প্রার্থীর
আজ সকালে বুথ পরিদর্শন করতে বাড়ি থেকে বেরোনোর সময় সংবাদমাধ্যমকে বিজেপি নেত্রী বলেন, ‘নির্বাচন কমিশন প্রস্তুত, আমরাও প্রস্তুত। আমাদের প্রধান প্রতিপক্ষ দুর্নীতি। এখানে কে অভিজ্ঞ, কে অনভিজ্ঞ, কে সিনেমা করে, কে কী করে তা বিষয় নয়। মানুষের সেবা করার জন্য যা যা করার করে গিয়েছি। আমাদের পোলিং এজেন্টের গায়ে হাত পড়লে সেভাবেই পালটা প্রতিক্রিয়া আসবে।’ এদিকে রচনাকে নিয়ে লকেট বলেন, ‘উনি নতুন উনি জানেন না ওনার আশেপাশে কত চোর ডাকাত ঘুরে বেড়াচ্ছে। উনি হঠাৎ করে এসে গিয়েছেন। আশা করি এই নির্বাচনের পর উনি আর তৃণমূলের দিকে ফিরে দেখবেন না। যদি উনি সক্রিয় রাজনীতিতে আসতে চান তাহলে বিজেপির হাতই ধরতে হবে। এটা দিদি নম্বর ওয়ানের উপর ভোট নয়, কোরাপশন নম্বর ওয়ানের উপর ভোট। কোরাপশন নম্বর ওয়ানকে হঠানোর ভোট এটা।’ (আরও পড়ুন: মুম্বইয়ের ৬ লোকসভা আসনে ভোট আজ, দল ভাঙনের জগাখিচু🐎ড়িতে কে কোথায় শক্তিশালী?)
আরও পড়ুন: ভোট পঞ্চমীর ৪৯টি আসনের কটিতে গতবার ফুটেছিল পদ🤪্ম? আজকের দফায় কে কোথায় এগিয়ে?
এরপরে ভোট শুরুর এক ঘণ্টা পর বুথ পরিদর্শনে বেরিয়ে লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘সবকিছু ঠিকঠাক চলছে... ২-৩টি জায়গায় হুমকি দেওয়া হয়েছে... কয়েকটি জায়গায় ইভিএম মেশিন কাজ করছে না। তবে তা ঠিক করার কাজ চলছে... আমি ধনিয়াখালিতে আছি এবং এখানে পরিস্থিতি ভালো... দুর্নীতির বিরুদ্ধে ভোট হচ্ছে... আমরা আশা করি নির্বাচন কমিশন এখানে একটি অবাধ ও সুষ্ঠু ভোট করাবে।’ (আরও পড়ুন: আজ ভোট বাংলার ৭ আসনে, ২💟০২১ সালের নিরিখে আসন ধরে ধরে কোথায় এগিয়ে BJP, TMC?)
উল্লেখ্য, দক্ষিণবঙ্গে তৃণমূলের অন্যতম খাসতালুক হুগলি। ২০১৯ সালে সেই আসনে জিতে বড় চমক দিয়েছিল বিজেপি। তবে ২০২১ সালের বিধানসভায় হুগলির অধীনে থাকা ৭টি বিধানসভা আসনেই জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার হুগলিতে জোড়াফুল ফোটাতে জনপ্রিয় অভিনেত্রী তথা সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়কে টিকিট দিয়েছে তৃণমূল। এদিকে ২০১৯ সালের ভোটে হুগলি লোকসভা আসন থেকে তৃণমূলকে ৫ শতাংশেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়েছিলেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। তবে ২০২১ সালের বিধানসভা ভোটে এই হুগলি লোকসভার অন্তর্গত ৭টি বিধানসভা কেন্দ্রের (সিঙ্গুর, চন্দননগর, চুঁচুড়া, বলাগড়, পাণ্ডুয়া, সপ্তগ্রাম, ধনেখালি) সবকটিতেই জিতেছিল তৃণমূল কংগ্রেস। এই আবহে একুশের 'লিড' ২০২৪ সালের লোকসভা ভোটে ধরে রাখা যাবে নাকি, ২০১৯ সালের পুনরাবৃত্তি ঘটবে 𒉰এখানে, সেদিকেই নজর সবার।