আজ,🅷 শনিবার সপ্তম তথা শেষ দফার ভোট হচ্ছে গোটা দেশে। সর্বত্রই উৎসবের মেজাজে ভোট হচ্ছে। এই আবহে সপ্তম দফার লোকসভা নির্বাচন শুরুর আগের রাতে ডোমকলে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে একের পর এক বোমাবাজি করার অভিযোগ উঠেছে। বাম–কংগ্রেস জোট আশ্রিত দুষ্কৃতীরা এই বোমাবাজি করেছে বলে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। একটি সকেট বোমা বাড়িতে ফেলে রেখে পালায় ওই দুষ্কৃতীরা। তা থেকেই মারাত্মক বিস্ফোরণ হয়েছে। এমনকী বাইরে থেকে একের♒ পর এক বোমা মারা হয়েছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেস নেতার। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি।
এদিকে ভাঙড়ে💙ও একই ছবি দেখা গিয়েছে। মাঝরাত থেকেই সেখানে বোমাবাজি শুরু হয়ে গিয়েছে। জখম হয়েছেন বেশ কয়েকজন বলে খবর। গতকাল শুক্রবার মাঝরাতে মুর্শিদাবাদের ডোমকল পুরসভার ৬ নম্বর ওয়ার্ড🍬ের হারুরপাড়ায় ব্যাপক বোমাবাজি হয়। এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর নুরাবুল ইসলামের বাড়িতে বোমবাজি করা হয় বলে অভিযোগ উঠেছে। বাম–কংগ্রেস জোটের দিকে অভিযোগ তুলেছেন প্রাক্তন কাউন্সিলর। নুরাবুল ইসলাম বলেন, ‘রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারছে না বাম–কংগ্রেস। তাই দুষ্কৃতী দিয়ে বাড়িতে হামলা করিয়েছে। যাতে আমি বাড়ি থেকে বেরতে না পারি। তাই এই কাজ করেছে ওরা।’
আরও পড়ুন: ‘বিপুল পরিম⛄াণ ওয়েব কাস্টিং ক্যামেরা কারচুপি’, মারাত্মক অভিযোগ তুললেন শুভেন্দু
অন্যদিকে স্থানীয় সূত্রে খবর, মাঝরাত ২টো নাগাদ দুষ্কৃতীরা এলাকায় বোমাবাজি করে। ওই কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করে বোমা মারা হয়। একের পর এক বোমা মারা হয়। তা নিয়ে রাতে আলোড়ন পড়ে যায়। বোমার শব্দে অনেকের ঘুম ভেঙে যায়। আতঙ্কে পড়ে পুলিশে খবর দেন অনেকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলি🔜শ বাহিনী। ওখান থেকে পাওয়া সকেট বোমা নিস্ক্রিয় করা হয়। তার আগে অবশ্য একটি ফেটে যায়। বাইরে থেকে বোমা ছোঁড়ার বিষয়টি নজরে আসে। সেই নমুনা সংগ্রহ করেছে পুলিশ। তদন্ত শুরু করেছে পুলিশ।