মোদী সরকারকে ক্ষমত🦩াচ্যুত করতে দেশের তামাম বিরোধীরা একজোট হয়েছেন। আর তাই গড়ে উঠেছে ইন্ডিয়া জোট। আর অন্যান্য রাজ্যে ইন্ডিয়া জোট হয়েই লড়াই করছে বিরোধী রাজনৈতিক দলগুলি। আর চতুর্থ দফার ভোটের প্রাক্কালে আত্মনির্ভর ভারত এবং প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা নিয়ে কড়া ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। লোকসভা নির্বাচনের প্রচারে এই দুটি বিষয়কেই সামনে আছে বিজেপি। এবার নরেন্দ্র🌠 মোদীর এই দুটি তুরুপের তাসকেই ভোঁতা করলেন প্রিয়াঙ্কা গান্ধী।
এদিকে সারা দেশে বিজেপির বিরুদ্ধে প্রবল প্রচারে নেমেছে কংগ্রেস। প্রধানমন্ত্রীও সব সভা থেকে কংগ্রেসকেই আক্রমণ করছেন। তার উপর ইন্ডিয়া জোটকেও নিশানা করছেন প্রধানমন্ত্রী। আর দাদা রাহু꧂ল গান্ধীর হয়ে ভোটপ্রচারে নেমে মোদীকে তুলোধনা করছেন প্রিয়াঙ্কা। এখন রায়বরেলিতে পড়ে রয়েছেন প্রিয়াঙ্কা। সেখানে পথসভা, কর্মীসভা, রোড–শো সবই জোরদারভাবে করছেন প্রিয়াঙ্কা। এখানেই শেষ নয়, প্রিয়াঙ্কা প্রচার করছেন আমেথিতেও। আর এখান থেকেই প্রিয়াঙ্কা বললেন, ‘পাঁচ কেজি করে রেশন দিয়ে মানুষকে আত্মনির্ভর করা যায় না।’
আরও পড়ুন: ‘💎বীরভূমে কোমর ভাঙবে বিজেপির’, রাম–বামকে নিশানা করꦦে জোরাল সওয়াল অভিষেকের
এই মন্তব্যের অর্থ হচ্ছে সরাসরি প্রধানমন্ত্রীর পরিকল্পনাকে ধাক্কা দেওয়া। কংগ্রেসকে ইতিমধ্যেই নানা ভাষায় আক্রমণ করেছেন মোদী। জবাবে কংগ্রেসের সাধারণ সম্পাদক রায়বরেলির সভা থেকে বলেন, ‘৫ কেজি রেশন দিয়ে আপনাদের ভবিষ্যৎ তৈরি হবে না। এভাবে আপনারা আত্মনির্ভর হতে পারবেন না। আমি আপনাদের প্রশ্ন করছি, আপনারা কী চান, চাকরি নাকি পাঁচ কেজি রেশন? আপনার সবাই চাকরিকেই বেছে নেবেন। কারণ এটা আপনাদের আত্মনির্ভর করবে। তাই সেই দলকে ভোট দিন, যাঁরা আপনাকে আত্মনির্♍ভর করবে। যেসব দল আপনাকে পাঁচ কেজি রেশন দেওয়ার কথা বলছে, তাঁরা আপনাকে আত্মনির্ভর হতে দেবে না। পরনির্ভর করবে।’