শনিবার ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন। আর তার একদিন আগে বিজেপি বসিরহাটের সাধারণ সম্পাদক সিরিয়া পরভিন তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তার আদে শুক্রবার সাংবাদিক বৈঠক করে একটি অডিয়ো ক্লিপ প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শাসক দলের দাবি, সিরিয়াকে ফোন করেছিলেন বিজেপির তথ্যপ্রযুক্তি সেলের প্রধান অমিত মালব্য। তবে সেই টেলিফোনের কথোপকথনের অডিয়ো হিন্দুস্তান টাইমস বাংলা যাচাই🙈 করেনি।
রাজ্যে🃏র মন্ত্রী শশী পাঁজার দাবি, এই টেলিফোনের কথোপকথনে স্পষ্ট হয়ে উঠেছে যে, অমিত মালব্যর মতো কেন্দ্রীয় বিজেপি নেতারা সন্দেশখালিতে দায়ের করা ভুয়ো ধর্ষণের অভিযোগ সম্পর্কে যথেষ্ট সচেতন ছিলেন এবং সিরিয়ার মতো যাঁরা বাংলার নারীদের এই অসম্মানের বিরুদ্ধে প্রতিবাদ করতে চেয়েছিলেন তাঁদের উপেক্ষা করেছিলেন। মন্ত্রী শশী পাঁজা ও তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তীর উপস্থিতিতে ওই অডিয়ো (হিন্দুস্তান টাইমস বাংলা) শোনানো হয়।
আরও পড়ুন: ‘এই লম্পটকে কি ভোট দেবেন 🧸আপনারা?’ সৌমিত্র খাঁর বিরুদ্ধে পোস্টারে ছয়লাপ বিষ্ণুপুর
এই সিরিয়া পারভিন বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদিকা ছিলেন। বৃহস্পতিবার তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। পরদিন সাংবাদিক সম্মেলনে শশী পাঁজা বলেন, ‘সন্দেশখালিতে ধর্ষণ, মহিলাদের উপরে অত্যাচারের যা বিজেপি বলেছিল তা মিথ্যে এটাই আমরা বারবার বলছিলাম। পরে স্টিং অপারেশনেও সেই কথা প্রমাণিত হয়েছিল। গতকাল সিরিয়া পারভিন তৃণমূলে যোগদান করেন। বিজে🃏পির মধ্যে থেকে তাকে অনেক অসত্য বলতে হচ্ছিল। তাই সে দল ছেড়েছে।’
আরও পড়ুন: সন্দেশখা🐠লি🎀র বিজেপি নেত্রী যোগ দিলেন তৃণমূলে, অস্বস্তির মাঝে ভাঙনে চাপে পদ্মশিবির
শশী পাঁজার বক্তব্য, ‘অমিত মালব্য পরে সিরিয়া পারভিনকে ফোন করে তাঁর কিছু সুবিধের ব্যবস্থা তিনি করে দেবেন বলে কথা দিচ্ছেন।🃏 সিরিয়া বলছেন তাদের কথা দলে শোনা হয় না। ওই নেতা সিরিয়াকে বলছেন তৃণমূলে গিয়ে কী হবে। সিরিয়া পারভিন ফিরছিল। তাই অডিয়ো’তে গাড়ির আওয়াজ শোনা যাচ্ছিল। নেটওয়ার্ক কাটছিল। সিরিয়া পারভিন ওই নেতাকে জিজ্ঞাসা করেন এই দু’জনকে আপনারা পাঠিয়েছিলেন কেন? এটাই আমরা বলছিলাম, দু’জন নেতাকে পাঠানো হয়েছিল। আমরা বলছি, সন্দেশখালিতে বিজেপি বহিরাগত পাঠিয়েছে, টাকা পাঠিয়েছেন, অস্ত্র পাঠিয়েছেন, মিডিয়া পাঠিয়েছেন। এটাই বিজেপি করেছে সন্দেশকালিতে। সিরিয়া নিজে বলেছেন, ১৫ মে’র ঘটনা ঘটেনি। বাংলাকে কালিমালিপ্ত করার জন্য এসব করেছে বিজেপি।’