আজ, সোমবার লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট শুরু হয়েছে। ভোটপঞ্চমীতে নানা অভিযোগও উঠতে শুরু করেছে। এই আবহে হু𒅌গলির ধনেখালিতে তৃণমূল কংগ্রেস বি♊ধায়ক অসীমা পাত্রের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। দু’জনেই দু’জনকে ঘিরে চোর স্লোগান দিতে থাকেন। তাতে এলাকায় উত্তেজনা চরমে ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষেরই কর্মীরা জড়ো হয়ে পরস্পরকে চোর বলতে থাকেন। আধ ঘণ্টারও বেশি সময় ধরে এই পরিস্থিতি চলতে থাকে। কোনওরকমে দু’পক্ষকে ঠেকিয়ে রাখে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশকর্মীরা।
কিন্তু এখানে থেমে থাকেনি এই ঘটনা। লকেট চট্টোপাধ্যায়কে চোর চোর স্লোগান শুনতে হয়। তখন লকেট চট্টোপাধ্যায় পাল্টা অসীমা পাত্রকে উদ্দেশ্য করে চোর বলে সম্বোধন🌜 করেন। তখনই পরিস্থিতি তেতে ওঠে। পাল্টা লকেটকে ডাকাত বলে ডাকতে থাকেন অসীমা পাত্র। হুগলির ধনেখালিতে তখন তুমুল উত্ꦍতেজনা। তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী। অসীমা পাত্রকে ‘চোর’ বলে কটাক্ষ করেন লকেট। পালটা বিজেপি প্রার্থীকে ‘ডাকাত’ বলে ডাকতে থাকেন অসীমা। এই পরিস্থিতি নিয়ে লকেট সরব হন। তখন তৃণমূল কংগ্রেস কর্মীরা পাল্টা সোচ্চার হয়ে ওঠেন। এই ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: চট্টগ্রাম থেকে বিপুল পরিমাণ উদ্বাস্তু ꧒আশ্রয় নিয়েছে মিজোরামে, হঠ𓆏াৎ কী এমন ঘটল?
লক🧸েট চট্টোপাধ্যায় রাস্তায় নেমে নানা সমস্যা তৈরি করলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনও সমস্যা দেখা যায়নি। তিনি নিজের মতো আসেন এবং ভোট দেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলে চলে যান। রচনা বলেন, ‘বিজেপি আর জিতবে না বলেই এখন নানা ছলের আশ্রয় নিচ্ছে। তবে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব হাত গুটিয়ে বসে নেই। সব দেখছেন এবং উপযুক্ত পদক্ষেপ করছেন।’ বুথের ভিতরে ঢুকে লকেটকে আঙু♏ল উঁচিয়ে পুলিশকে হুমকি দিতে দেখা যায়। আঙুল উঁচিয়ে লকেটকে বলতে থাকেন, ‘রাজ্য পুলিশের সকলে এখনই বাইরে চলে যান। ভিতরে কেউ থাকবেন না।’