আগামী ১ জুন সপ্তম তথা শেষ দফার নির্বাচন। আজ, বুধবার বারুইপুরের সভা থেকে সরাসরি প্রধানমন্ত্রীর দাবি খারিজ করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বারুইপুর পূর্বের ফুলতলা সংলগ্ন সাগর সঙ্ঘ মাঠে জনসভা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে আছেন𝔍 যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ। সেখান থেকেই মোদীকে জবাব দিলেন মমতা। লোকসভা নির্বাচনের পর এবার আর বিজেপি নেতৃত্বাধীন সরকার আসছে না বারবার বলেছেন মুখ্যমন্ত্রী। এবার নরেন্দ্র মোদী নিজেই সেটা বুঝে গিয়েছেন বলে দাবি করলেন মমতা ওবন্দ্যোপাধ্যায়।
এখানে আজ কেন তিনি সভা🌺 করলেন? তাও জনসমক্ষে জানিয়ে দিলেন তৃণমূলনেত্রী। সরাসরি বিজেপিকে নিশানা করে সেই কথা বলেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমার আজ এখানে সভা করার কথা ছিল না। তবে পরে মনে হল, বিজেপির মিথ্যাচারের জবাব দেওয়ার প্রয়োজন আছে। তাই এখানে এসেছি। ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ করুক বিজেপি। আপনি ওবিসি সার্টিফিকেট বাতিল করেছেন। আমি তা মানব না। যেমন চলছে তেমন চলবে। আপনি থাকবেন না, আপনার আয়ু ৪ তারিখ পর্যন্ত। উনি নাকি বলছেন সাইক্নোন আটকেছেন। রাজপ্রাসাদে বসে কাকদ্বীপের সাইক্লোন আটকেছেন। আমরা সারা রাত রাস্তায় থেকে দুর্যোগ মোকাবিলা করলাম। আর এখন উনি বলছেন সাইক্লোন আটকেছেন’।
আরও পড়ুন: ‘উনি সমুদ্রের হাওয়া খেয়ে প্রচার চাꦿলাবেন’, মোদীর ধ্যান নিয়ে জোর খোঁচা মমতার
লোকসভা নির্বাচনের প্রচার শেষ হলে ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার তামিলনাড়ুর কন্যাকুমারীতে দু’দিন ধ্যানমগ🍸্ন হবেন তিনি বলেই খবর। বারুইপুরের সভা থেকে এই নিয়ে মোদীকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানম𒅌ন্ত্রী বাংলায় এসে প্রচারে বলেছেন, এবার সবচেয়ে ভাল ফল বিজেপি করবে বাংলায়। এবার তার জবাব দিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা জবাবে বলেন, ‘উনি বুঝে গিয়েছেন, উনি হেরে যাবেন। বলছেন, বাংলায় নাকি উনি সবথেকে বেশি ভোট পাবেন। তার মানে উত্তরপ্রদেশে হেরে গিয়েছেন অলরেডি, বিহারে হেরে গিয়েছেন অলরেডি। ওঁর তাই এখন বাংলায় আসন চাই। বাংলায় উনি পাবেন না। বাংলা তোমায় কলা দেবে।’ অর্থাৎ বাংলায় বিজেপির এমন ফল হবে বলেই দাবি তাঁর।
আগামীকাল ৩০ মে লোকসভা নির্বাচ🍸নের প্রচার পর্ব শেষ হবে। এক সাক্ষাৎকারে নরেন্দ্র মোদী বলেছেন, ‘এবারের লোকসভা নির্বাচনে বাংলায় তৃণমূল কংগ্রেস অস্তিত্ব রক্ষার লড়াই চালাচ্ছে। গত বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ আমাদের ৩ থেকে ৮০ আসনে পৌঁছে দিয়েছেন। এবারও গোটা দেশের মধ্যে বিজেপির সবথেকে বেশি সাফল্য পাবে পশ্চিমবঙ্গ থেকেই।’ পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘মনে রাখবেন, আমরা তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটকে সাপোর্ট দিয়ে দিল্লিতে ইন্ডিয়া জোটের সরকার গড়বে।’