আবার অসুস্থ হয়ে পড়লেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। আজ, বুধবার নির্ধারিত সময়ে 🎃প্রচারে বেরিয়ে অসুস্থ হন তিনি। তখনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রেখা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এখন অক্সিজেন সাপোর্টে আ♐ছেন বিজেপি প্রার্থী। এখন খানিকটা সুস্থ বোধ করছেন রেখা বলে খবর। বসিরহাটে তাঁর নাম ঘোষণার পর থেকে এই নিয়ে একাধিকবার অসুস্থ হয়ে পড়লেন রেখা। এমনকী পরিস্থিতি গতবার এমন পর্যায়ে পৌঁছেছিল যে রেখার চিকিৎসা হয়েছিল কল্যাণী এইমস হাসপাতালে। রেখার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলামও অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে বসিরহাট꧂ের বিজেপি প্রার্থী তথা সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্র। কিন্তু প্রচারে বেরিয়ে বারবার তিনি অসুস্থ হয়ে পড়ছেন। তাই প্রচার সেই মাত্রায় পৌঁছতে পারছে না। হাজি নরুল ইসলামের হয়ে প🦂্রচার করছেন দলের নেতা–কর্মী এবং অনুগামীরা। তাঁরা এলাকার মানুষের কাছে যাচ্ছেন। আর রেখার অনুগামী নেই। বিজেপির যে ক’জন আছে তাঁরাই প্রচার করছেন। আর সন্দেশখালি ইস্যু নিয়ে যাঁরা রেখার পাশে ছিলেন তাঁরা এখন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। ফলে এই লোকসভা কেন্দ্রে টাফ ফাইট হতে চলেছে।
আরও পড়ুন: রায়গঞ্জ–বালুরঘাট পর পর সভা করবেন 𒊎নরেন্দ্র মোদী, প্রথম দফার ভোটের আগেই বঙ্গ সফর
অন্যদিকে আজ, বুধবার বসিরহাট লোকসভার হিঙ্গলগঞ্জ বিধানসভার সাহেবখালিতে൲ প্রচার করার কথা ছিল রেখা পাত্রের। এদিন সকালে লেবুখালি এলাকায় পৌঁছে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রেখা। শুরু হয় তুমুল শ্বাসকষ্ট। তড়িঘড়ি তখন রেখাকে নিয়ে যাওয়া হয় হিঙ্গলগঞ্জের একটি গ্রামীণ হাসপাতালে। সেখানে অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়েছে বিজেপি প্রার্থীকে। বসিরহাট স্বাস্থ্য জেলার অন্তর্গত সাণ্ডেলেরবিল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা শুরু হয়। জরুরি বিভাগেই বসিয়ে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাঁর মুখে অক্সিজেনের মাস্কও লাগানো হয়। খানিক সময়ের পর রেখা সুস্থবোধ করেন।