লোকসভা নির্বাচনের আগে থেকেই পাহাড়ে ঘুরে বেড়াচ্ছিলেন প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রীংলা। তখন অনেক🧸েই ভেবেছিলেন দার্জিলিং থেকে প্রার্থী হবেন হর্ষবর্ধন। কিন্তু সেই গুঞ্জন বাস্তবে রূপায়িত হয়নি। বিজেপি এখানে প্রার্থী করেছে রাজু বিস্তাকে। তিনিই সাংসদ ছিলেন। তাহলে কেন 🌺দেখা গিয়েছিল হর্ষবর্ধনকে? বাংলায় প্রচারে এসে প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন, শীঘ্রই পাহাড় সমস্যার সমাধান হবে। প্রাক্তন বিদেশসচিব হর্ষবর্ধন শ্রীংলাকে সম্ভবত তাই এখানে পাঠানো হয়েছিল। এই বিষয়ে হর্ষবর্ধন আজ বলেন, ‘পাহাড় সমস্যার সমাধানের খুব কাছে চলে এসেছেন প্রধানমন্ত্রী। তাঁর উপর পূর্ণ আস্থা রয়েছে।’ তবে কতটা কাছে চলে এসেছেন প্রধানমন্ত্রী? এই প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি।
তাহলে কি আবার পৃথক গোর্খাল্যান্ডের আওয়াজ উঠবে? এই প্রশ্ন যখন ওঠে তখন এই দার্জিলিং লোকসভা কেন্দ্রে দৌড়ে বেড়াচ্ছিলেন শ্রীংলা। তবে বিজেপির প্রার্থী তালিকায় তাঁর নাম না থাকলেও পাহাড় জুড়ে ছুটছেন তিনি। পাহাড়ের কোন সমস্যার সমাধান করতে ছুটছেন? সেটা তিনি খোলসা করে বলছেন না। তবে হর্ষবর্ধনের বক্তব্য, ‘আগামী দিনগুলিতেও দেশের কাজই করে যাব। দার্জিলিং–শিলিগুড়ি এলাকায় আর্থ–সামাজিক প্রেক্ষিতে দুর্বল মানুষজনের জন্য একাধিক উন্নয়ন প্রকল্পের প্রস্তাবনা, পর্যবেক্ষণ এবং বাস্তবায়ন😼 করাই হবে আমার মূল লক্ষ্য।’ বিজেপি নেতারা প্রায়ই বলে থাকেন উত্তরবঙ্গ পৃথক রাজ্য🌠 হবে। আবার কেউ বলেন, কেন্দ্রশাসিত অঞ্চল হবে। এসবের মধ্যে শ্রীংলার উপস্থিতি বেশ তাৎপর্যপূর্ণ।
আরও পড়ুন: পার্থ–জ্যোতিপ্রিয়কে আবির মাখাতে গেলেন বন্দিরা, খেপে ফায়া⭕র প্রাক্তন দ🉐ুই মন্ত্রী
লোকসভা নির্বাচন এখন দুয়ারে। সব রাজনৈতিক দলই প্রচারে নেমে পড়েছেন। আর বিজেপির প্রার্থী তালিকায় জায়গা হয়নি হর্ষবর্ধনের। তারপরও তিনি ওখানে আছেন কেন? এই প্রশ্নও অনেকে তুলছেন। শ্রীংলা জানান, উত্তরবঙ্গের মানুষের উন্নয়ন করার কাজ করতে গেলে কোনও সাংবিধানিক পদের প্রয়োজন হয় না। ইচ্ছে থাকলে পদে না থেকেও কাজ করা সম্ভব। তাঁর কথায়, ‘২০১৪ সালে দার্জিলিং ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গড়ে তুলেছি। ইতিমধ্যেই তার রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। বিকশিত দার্জিলিং গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এখানে বিনিয়োগ টেনে আনা এ🌠বং রুগ্ণ চা বাগানগুলিকে চাঙ্গা💫 করার পাশাপাশি পাহাড়ের যুবশক্তির চাহিদা পূরণ করার লক্ষ্যে আমি কাজ করে যাব।’
কেমন চাহিদౠা পূরণ করতে চান হর্ষবর্ধন? শিলিগুড়ি–দার্জিলিং এবং সিকিমকে নিয়ে সোনালি ত্রিভুজ গড়ে তুলতে চান হর্ষবর্ধন শ্রীংলা। এতে কি পাহাড়ের মানুষের সমস্যা সমাধান হবে? ওঠে প্রশ্ন। এই বিষয়ে হর্ষবর্ধন শ্রীংলা বলেছেন, ‘উত্তরবঙ্গের এই এলাকা তিনটি রাষ্ট্রের সীমান্তের সঙ্গে সংলগ্ন রয়েছে।💟 নেপাল, ভুটান এবং বাংলাদেশ ঘিরে রয়েছে ভারত। কূটনীতিক হিসেবে এই তিন প্রতিবেশী দেশে কাজ করার অভিজ্ঞতা এখানে কাজে লাগাতে পারছি। সীমান্তের প্রত্যন্ত গ্রামগুলিতে ঘুরে দেখেছি জল ও বিদ্যুতের সমস্যা রয়েছে। তার সমাধানের চেষ্টা করব।’