বিজেপিকে সরাতে দেশের তামাম বিরোধীরা এক জায়গ🔯ায় এসেছে। ইন্ডিয়া জোট তৈরি হয়েছে। কিন্তু তারপরও দেখা যাচ্ছে, কেরলে সিপিআই প্রার্থীর বিরুদ্ধে কংগ্রেস লড়াই করতে প্রস্তুত। আর এটাকেই ভাল চোখে দেখ🌊ছেন না কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এখানের ওয়াইনাড় লোকসভা কেন্দ্রে সিপিআই প্রার্থী অ্যানি রাজা প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এতেই ইন্ডিয়া জোট ধাক্কা খেল এবং বিজেপি নেতৃত্বাধীন এনডিএ’র সুবিধা হল বলে মনে করছেন কেরলের মুখ্যমন্ত্রী। এমনকী এই কেন্দ্রে দাঁড়িয়ে রাহুল গান্ধী প্রতিদ্বন্দ্বিতা করাকে সম্পূর্ণ ‘অনুপযুক্ত’ বলে তোপ দেগেছেন বিজয়ন।
এদিকে কেরলে বামফ্রন্ট সরকার (এলডিএফ)। সেখানে তাদের সমর্থন করা কংগ্রেসের উচিত ছিল বলে মনে করেন কেরলের মুখ্যমন্ত্রী। তাই পিনারাই বিজয়ন সরাসরি প্রশ্ন তুলে তোপ দেগেছেন, ‘রাহুল গান্ধী কি বলতে পারবেন এখানে তিনি এনডিএ’র বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছেন? এখানে তিনি এলডিএফের বিরুদ্ধে লড়াই করতে এౠসেছেন, যা কিনা এখানে প্রধান রাজনৈতিক ক্ষমতাধর। এলডিএফের বিরুদ্ধে লড়াই করার যৌক্তিকতা কী, যখন ইন্ডিয়া জোটে রয়েছে, তাও আবার অ্যানি রাজার বিরুদ্ধে, যিনি কিনা জাতীয় স্তরে বাম নেতা বলেই পরিচিত?’
আরও পড়ুন: ‘পরিবারের মধ𓆏্যেও তো কত সমস্যা থাকে’, গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাখ্যা দিলেন প্রার্থী রচনা
অন্যদিকে লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাহুল গান্ধীকে কাঠগড়ায তুলে দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এমনকী রাহুল গান্ধীকে সরাসরি 🃏‘ডবল স্ট্যান্ডার্ড’ বলে অভিযুক্ত করেছেন এই সিপিআইএম নেতা। অর্থাৎ দু’রকম নীতি নিয়ে চলছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি বলে বোঝাতে চেয়েছেন বিজয়ন। সুতরাং কংগ্রেসের সঙ্গে এখানে বামেদের🗹 সম্পর্ক চটকে গেল বলেই মনে করা হচ্ছে। কারণ পিনারাই বিজয়নের প্রশ্ন, ভারত জোড়ো ন্যায় যাত্রাতে রাহুল গান্ধী সিএএ নিয়ে নীরব থাকলেন কেন? এদিন অ্যানি রাজার হয়ে প্রচারে নেমেছিলেন কেরলের মুখ্যমন্ত্রী। কোঝিকোড়ের তিরুভমবাড়ি এলাকায় প্রচারে গিয়ে বিজয়ন জানান, কংগ্রেস কখনও কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে দাঁড়ায় না। অকংগ্রেসি বিরোধী দলের নেতাদের পিছনে লাগে এই কেন্দ্রীয় এজেন্সিই।