ইডি-সিবিআইয়ের ভয়ে তাপস রায় ‘দল ছেড়ে পালিয়েছে’, উত্তর কলকাতায় তৃণমূল প্রার্থ💦ী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র কটাক্♏ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
লোকসভা 💜নির্বাচনের শেষ পর্যায়ে উত্তেজনা তুঙ্গে। আগামী শনিবার সপ্তম তথা শেষ দফার ভোট হবে কলকাতায়। উত্তর কলকাতায় এবারও তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁর সমর্থনে বড়বাজারে সভা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সভায় মমতা বন্দ্যোপাধ্যায় তাপস রায়কে নিশানা করে বলেন, ‘সুদীপদা আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা। ওঁকে গ্রেফতার করেছিল, কোনও অপ🥃রাধ ছিল না। পার্টি ছাড়েননি।’ তিনি আরও জানান, ‘তাপস রায় এক বছর আগে থেকেই বিজে💝পির সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন।’
আরও বলুন। ‘সিপিএমের কোনও অফিসার এটা করেছেন’, না জানিয়ে নোটিশ পাঠানো নিয়ে তোপ মমতাღর
তৃণমূলের পুরনো সৈনিক এবং মমতার দীর্ঘদ𝓡িনের সঙ্গী তাপস রায় এখন বিজেপিতে। গেরুয়াশিবির সুদীপের বিরুদ্𒊎ধে তাঁকেই প্রার্থী করেছে। রবিবার বৌবাজারে সভা করতে গিয়েও বিজেপি প্রার্থীকে নিশানা করেন মমতা।
তাপস পাল্টা জবাব দিয়ে বলেন, "আমার বাড়িতে ইডি-র তল্লাশির পরে আমি বিজেপিতে যোগ দিইনি। আমি ৫২ দিন সময় নিয়েছিলাম। তার পরেও যখন দলের তরফে কোনও বিবৃতি পেলাম না অথচ বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জলদস্যু শেখ শাহজাহানের পক্ষ নিলেন, সে দিন আমি ঠিক করলাম, আর এই দল করব না!𝕴"
মমতার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাপস বলেন, "সবাইকে নিজের মতো ভাববেন না! আপনি কত বার ইউপিএ-তে থেকে এনডিএ-এর সঙ্গে আর এনডিএ-তে থেকে๊ ইউপিএ-র সঙ্গে যোগাযোগ রেখে চলেছিলেন, সেটা সবাই জানে!"
আরও পড়ুন। ‘১ জুন আমি যেতে ☂পারব না’, ইন্ডিয়া জোটে🎃র বৈঠকে অনুপস্থিতির কারণ জানালেন মমতা
সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তাপস বলেন, "উনি স্বাধীনতা সংগ্রাম করে জেলে যাননি! ওঁর দুর্নীতির ইতিহাস আছে। সেই ৫০ বছর আগে ভুষি কেলেঙ্কারি দিয়ে শুরু করেছিলেন, রোজভ💝্যালি দিয়ে শেষ করেছেন!"
তাপস আরও বলেন, "মাননীয় মুখ্যম🔥ন্ত্রী আপনি প্রধানমন্ত্রীকে প্রাক্তন করতে চাইছেন। আপনি কবে প্রাক্তন হবেন, সেই দিন গুনুন!"
সপ্তম তথা শেষ দফার ভোটের আগে মমতা ও তাপসের এই কথোপকথন রাজনীতির উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। মমতার সভায় তৃণমূল সমর্থকদের উ🌼ত্সাহ এবং তাপসের প্রতিক্রিয়ায় বিজেপির আত্মবিশ্বাস স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। উত্তর কলকাতার ভোটারদের মন জয় করতে দুই পক্ষই শেষ মুহূর্তের প্রচার চালিয়ে যাচ্ছেন।