নির্বাচন ꦉচার দিনের মধ্যেই গুচ্ছ গুচ্ছ অভিযোগ জমা পড়েছে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে । এর মধ্যে আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগের সংখ্যা লক্ষধিক বলে জানিয়েছে কমিশন। এর সঙ্গে বিপুল পরিমাণে মাদক, নগদ টাকা, দেশি ও বিলাতি মদ-সহ বেআইনি সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, মার্চে মাসের ২০ তারিখ পর্যন্ত ৮২ কোটি টাকার সামগ্রী বাজেয়াপ্ত 🍷করা হয়েছে। রাজ্য আবগারি দপ্তর একাই বাজেয়াপ্ত করেছে ২১ কোটি ꦰটাকারও বেশি মদ ও মাদক জাতীয় সামগ্রী।
পতাকা, ফ্লেক্স, পোস্টার বা ব্যানার খোলার নির্দেশ
বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অতিরিক্ত সিইও অরিন্দম নিয়োগী জানিয়েছেন, ভোট ঘোষণার পর রাজ্য নির্বাচন কমিশনের কাছে মোট ১ লাখ ২৭ হাজার ৭২৬টি আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ জমা পড়েছে। প্রথম দফায় ভোট রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে । ওই সব জꦕে💮লা থেকে অভিযোগ জমা পড়েছে যথাক্রমে ৫,৭২৬, ১,৯২৩ এবং ৩,৪৫৮টি।
আরও পড়ুন। দু'বার ডিজিপি বদলের পর এবার বাংলার ৪ জেলার জেলাশাসকদের সরা🌜ল নির্বাচন কমিশন
রেল স্টেশন, বাস স্ট্যান্ড, বিমানবন্দর এবং জাতীয় সড়ক থেকে অবিলম্বে রাজনৈতিক দলের পোস্টার-ব্যানার-ফ্লেক্স সরাতে সব রাজ্যকেই নির্দেশ൲ দেওয়া হয়েছে। কিন্তু তা না খোলায় অভিযোগ জমা পড়েছে কমিশনের দফতরে। আজ বিকেল পাঁচটার মধ্যে সব খুলে ফেলতে বলা হয়েছে।
অ্যাপেও জমা পড়েছে অভিযোগ
ভোট সংক্রান্ত অভিযোগ জমা দেওয়ার জন্য ‘সিভিজিল’ নামে একটি অ্যাপ চালু করেছে কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে, গত চার🍌 দিনে সেখানে ২৫০টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে আলিপুরদুয়ারও জলপাইগুড়ি থেকে দু’টি এবং কোচবিহার থেকে নয়টি অভিযোগ জমা পড়েছে। অভিযোগ জমা পড়ার পর ১০০ ঘণ্টার মধ্যে তার সমাধানের আশ্বাস দিয়েছিল কমিশন।
আরও পড়ুন। 'সৌরভ আমাকে বলেন…', বাংলায় পা🉐 ইউসুফ পাঠানের, অধীরের তুলনা কোন ক্রিকেটারের সঙ্গে?
গার্ডেনরিচ নিয়ে রিপোর্ট তলব
গার্ডেনরিচ কাণ্ডের পর ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছিলেন মেয়র ফিরহাদ হাকিম। এর বিরুদ্ধে নির্বাচনী আচারণবিধি ভঙ্গের অভিযোগ এনে কমিশনে চিঠি দেয় বিজেপি। এর বিস্তারিত রিপোর্ট মুಌখ্যসচিবের কাছে চেয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অতিরিক্ত সিইও অরিন্দম নিয়োগী।
এছাড়া কোচবিহারে মঙ🐼্গলবার কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক ও রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনাতেও জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চ♑াওয়া হয়েছে। সেই রিপোর্ট ইতিমধ্যেই দিল্লিতে পাঠানো হয়েছে।