কংগ্রেস ঘনিষ্ঠ স্যাম পিত্রোদার মন্তব্য নিয়ে এবার ডিএমকে প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনকে প্রশ্ন ছুঁড়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তেলাঙ্গানার ওয়ারঙ্গলে বিজেপির ভোটপ্রচারে গিয়ে নির্বাচনী সভা থেকে প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন কংগ্রেস নেতা স্যাম পিত্রোদার বিতর্কিত মন্তব্যের জন্য কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন কিনা । একইসঙ💜্গে কং🌟গ্রেস নেতা রাহুল গান্ধীকেও আক্রমণ করেন মোদী।
আরও পড়ুন: 'পূর্ব ভারতীয়দের চিনা, দক্ষিণীদের আফ্রিকানদের মতো দেখতে', ব🍸িতর্কিত মন্তব্য স্যাম পিত্রো꧋দার
নরেন্দ্র মোদী বলেন, ‘শাহজাদার সবচেয়ে বড় পরামর্শদাতা যা বলেছেন তা খুবই 🍌লজ্জাজনক। কংগ্রেস মনে করে যে উত্তর-পূর্বের মানুষ দেখতে চিনাদের মতো। আর দক্ষিণ ভারতের মানুষ আফ্রিকানদের মতো দেখতে। দেশবাসী এই ধরনের বক্তব্য মেনে নিতে পা♛রবে না।’
নির্বাচনী সඣভা থেকে মোদীর প্রশ্ন, ‘আমি কর্ণাটক ও তেলেঙ্গানার কংগ্রেস মুখ্যমন্ত্রীদের কাছে জানতে চাই, তাঁরা কি এই ধরনের মতামত সমর্থন করতে পারবেন?’ এরপরেই স্ট্যালিনের উদ্যেশ্যে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘এম কে স্ট্যালিন প্রায়ই তামিলনাড়ুর সংস্কৃতি নিয়ে কথা বলেন। আমি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই যে এত বড় অভিযোগ উঠেছে। তাহলে কি তামিলের আত্মসম্মানের জন্য ডিএমকে কংগ্রেসের সঙ্গে জোট ভাঙবে? তাঁর কি সেই সাহস আছে?’
প্রধানমন্ত্রী বলেন, ‘কংগ্রেস মনে করে যে পশ্চিমের লোকেরা আরবীয়নদের মতো দেখতে। আমি ভুয়ো শিবসেনা প্রধানকে জিজ্ঞাসা করতে চাই- বালাসাহেব ঠাক🌠রের কথা মনে রাখবেন। মহারাষ্ট্রের মানুষ এটা মেনে নেবে না।’
প্রসঙ্গত, পিত্রোদার গাত্রবর্ণ নিয়ে মন্তব্যের পরেই নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে কংগ্রেস। বিতর্ক থেকে নিজেদের দূরে সরিয়ে রাখতে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছিলেন, এই ধরনের মন্তব্য দুর্ভাগ্যজনক এ💙বং অগ্রহণযোগ্য। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গাত্রবর্ণ বিতর্কে জানিয়েছিলেন, তিনি দক্ষিণ ভারতের এবং তিনি দেখতে ভারতীয়র মতো। তিনি বলেছিলেন, ‘আমি দক্ষিণ ভারতের। আর আমি দেখতে ভারতীয়র মতো। আমার দলে উত🌺্তর-পূর্ব ভারত থেকে অনেক সদস্য রয়েছে। তারা ভারতীয়র মতো দেখতে। পশ্চিম ভারত থেকে আমার সহকর্মীরা ভারতীয়র মতো দেখতে।’