‘শক্তি’ মন্তব্যের প্রেক্ষিতে রাহুল গান্ধীকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মুম্বইয়ের শিবাজি পার্কে বিরোধীদের ইন্ডিয়া জোটের সভা থেকে যে ‘শক্তি’-কে হারানোর ডাক দিয়েছিলেন রাহুল, তা নিয়ে সোমবার তেলাঙ্গানা থেকে মোদী বলেন, ‘আমার কাছে প্রত্যেক মা হলেন শক্তির রূপ, প্রতিটি মেয়ে হলেন শক্তির রূপ। মা-বোনেরা আমি আপনাদের শক্তি রূপে পুজো করি। আমি ভারতমাতার পূজারি।’ সেইসঙ্গে রাহুল-সহ বিরোধী জোটের নেতাদের চ্যালেঞ্জ ছুড়ে মোদী দাবি করে♔ন যে ‘শক্তিস্বরূপা’ মা-বোনেদের রক্ষার জন্য নিজের জীবনের পরোয়া করবেন না। নিজের জীবন উৎসর্গ করে দিতেও তৈরি বলে জানান প্রধানমন্ত্রী।
সোমবার তেলাঙ্গানার জনসভা থেকে মোদী বলেন, ‘ইন্ডি জোট (বিরোধীদের জোট) নিজেদের ইস্তাহারে জানিয়েছে যে তাদের লড়াই হচ্ছে শক্তির বিরুদ্ধে। আমার কাছে প্রত্যেক মা হলেন শক্তির রূপ, প্রতিটি মেয়ে হলেন শক্তির রূপ। মা-বোনেরা ღআমি আপনাদের শক্তি রূপে পুজো করি। আমি ভারতমাতার পূজারি। আপনারা শক্তিস্বরূপা। আমি সব মা, বোন এবং মেয়েদেরও পূজারি। আর যাঁরা গতকাল শিবাজি পার্ক থেকে শক্তিকে ধ্বংস করে দেওয়ার কথা ঘোষণা করেছেন, তাঁদের সেই চ্যালেঞ্জ গ্রহণ করছি আমি। আর আমি এই শক্তিস্বরূপা মা-বোনেদের রক্ষার জন্য জীবনের পরোয়া করব না। জীবন উৎসর্গ করে দেব।’
আরও পড়ুন: ‘৫ কোটির গাড়ি কিনেছেন’, গার্ডেনরিচকাণ্ডে কাউন্সিল𝄹রের গ্রেফতারি দাবি শুভেন��্দুর
কিন্তু রাহুল ঠিক কী বলেছিলেন, যা নিয়ে এর🐷কম চাঁচাছোলা আক্রমণ শানালেন মোদী? 'ভারত জোড়ো ꦜন্যায় যাত্রা'-র শেষে রবিবার বিরোধীদের সভা থেকে ওয়াইনাডের কংগ্রেস সাংসদ বলেছিলেন, ‘সবাই ভাবেন যে আমরা একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই করছি। দেশও সেটাই ভেবে থাকে। দেশ মনে করে যে এই যে নেতারা মঞ্চে বসে আছেন, বিভিন্ন যে রাজনৈতিক দল আছে, তারা একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই করছে। এটা সত্যি নয়। এটা ভুল।’
রাহুল আরও বলেছিলেন, ‘আমরা রাজনৈতিক দলের সঙ্গে লড়াই করছি না। এটা বোঝার দরকার আছে। ভারতে যুবক-যুবতীদের এই বিষয়টা বুঝতে হবে। কেউ-কেউ বলেন যে এঁরা সকলে এক ব্যক্তির বিরুদ্ধে লড়াই করছেন, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই করছেন। না। আমরা এক ব্যক্তির বিরুদ্ধেও লড়াই করছি না। আমরা শুধু বিজেপির বিরুদ্ধেও লড়াই করছি না। এ🌺কজন ব্যক্তিকে সামনে শুধু দাঁড় করিয়ে রাখা হয়েছে। হিন্দুধর্মে শক্তি বলে একটা শব্দ আছে। আমরা শক্তির বিরুদ্ধে লড়াই করছি। একটি শক্তির বিরুদ্ধে লড়াই করছি।’
কংগ্রেস নেতা দাবি করেছিলেন যে 'ইভিএম, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং আয়কর দফতর' ছাড়া লোকসভা নির্বাচনে জিততে পারবেন না মো🌺দী। তাঁর কথায়, 'রাজার আত্মা ইভিএমে আছে। ভারতের প্রতিটি কেন্দ্রীয় এজেন্সিতে আছে।'