ভারত জোড়ো ন্যায় যাত্রায় শনিবার উত্তরপ্রদেশের মোরাদাবাদে যোগ দেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। দাদা রাহুল গান্ধীর পাশেই হুড খোলা গাড়িতে চড়ে তিনি ন্যায় যাত্রায় অংশ নেন। ন্যায় যাত্রায় এই প্রথমবার দাদার পাশে প্রিয়ঙ্কা গান্ধী বঢরাকে দেখা গিয়েছে। প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বঢরা হলেন মোরাদাবাদের ꦬভূমিপুত্র। সেই অর্থে প্রিয়াঙ্কার শ্বশুরবাড়ি হল মোরদাবাদে। তাই ন্যায় যাত্রায় যোগ দিয়ে মোরাদাব🌊াদবাসীকে ‘সসুরালওয়ালো’ অর্থাৎ শ্বশুরবাড়ির লোকজন বলে সম্বোধন করলেন প্রিয়াঙ্কা। আর তাতে সাড়াও দিলেন আমজনতা।
আরও পড়ুন: ভারত জোড়ো ন্যায় যাত্রায় অশান্তি, রাহুল সহ ১১ কংগ্রেস নেতাকে তলব অসম 🏅CID🌃-র
এদিন ন্যায় যাত্রায় অংশগ্রহণ করে প্রিয়াঙ্কা বলেন, ‘সসুরালওয়ালো...আমি এখানে এসে খুব খুশি। আজ আমি এই ন্যায় যাত্রায় অংশগ্রহণ করতে পেরে খুব খুশি। বিশেষ করে এই যাত্রায় আমি প্রথমবার আমার শ্বশুরবাড়ি এসেছি৷’ এরপরে উত্তরপ্রদেশে পরিবর্তনের আহ্বান জানান প্রিয়াঙ্কা গান্ধী। জনগণকে সম্বোধন করে কংগ্রেস নেত্র🎶ী বলেন, ‘মহিলা, যুবক এবং কৃষকদের প্রতি অবিচার করা হচ্ছে। তাই পরিবর্তনের প্রয়োজন রয়েছে। রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্❀রা করছেন। এই যাত্রার সঙ্গে ন্যায় শব্দটি যুক্ত কারণ দেশের নারী, যুবক ও কৃষকদের প্রতি অবিচার করা হচ্ছে। আপনি যদি পরিবর্তন না আনেন, আপনার পরিস্থিতির পরিবর্তন হবে না।’
ন্যায় যাত্রা থেকে প্রিয়াঙ্কা গান্ধী দেশে বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি নিয়ে সরব হন। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার আন্দোলনকারী কৃষকদের কথা না শুনছে না বলেও অভিযোগ করেন। তিনি বলেন, ’দেশে বেকারত্ব ও মূল্যস্ফীতি ক্রমাগত বাড়ছে। কৃষকরা বিক্ষোভ করছে। কিন্তু সরকার তাদের কথা 💫শুনছে না।’
বিজেপি শাসিত রাজ্যে বিতর্কিত বুলডোজার অ্যাকশনের কথা উল্লেখ করে কংগ্রেসের সাধারণ সম্পাদক বলেছেন, সরকার শুধু নিরপরাধদের বাড়ি লক্ষ্য ভাঙছে। উত্তরপ্রদেশে দোষীদের ওপর বুলডোজার চলে না, যারা নিরপরাধ তাদের বাড়িতে বুলডোজার চালানো হয়। উল্লেখ্য, আজ রবিবার উত্তরপ্রদেশে ন্যায় যাত্রা শেষ হচ্ছে। সেﷺখানে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীকে একসঙ্গে দেখা যাবে। উত্তরপ্রদেশে মোরাদাবাদ আসন ভাগ নিয়ে কংগ্রেস এবং সমাজবাদী পার্টির মধ্যে জট তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত এই আসন সমাজবাদী পার্টিকে ছেড়ে দিয়েছে কংগ্রেস। প্রিয়াঙ্কার সঙ্গে অখিলেশ যাদবের টেলিফোনে কথায় এনিয়ে🌠 জট কেটেছে।