গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের কর্ণধার অনন্ত রায়। মহারাজা বলেই পরিচিত তিনি। তাঁকেই রাজ্যসভার সদস্য করেছে বিজেপি। বৃহস্পতিবার কোচবিহারে মোদীর সভা মঞ্চেও দেখা যায় তাঁ✱কে। কিন্তু মহারাজের প্রতি অনন্ত ভরসা বিজেপির সেই অনন্ত রায় কিন্তু মাঝেমধ্যেই বেফাঁস কথা বলে ফেলছেন তিনি। নিউজ ১৮ বাংলার প্রতিনিধির কাꦬছে মুখ খুলেছিলেন অনন্ত রায়। প্রশ্নটা ছিল, তৃণমূল বলছে ৫ বছরে রাজবংশীদের জন্য বিজেপি কিছু করেনি। কী বলবেন? সেই প্রশ্নের উত্তরে বোমা ফাটালেন অনন্ত মহারাজ। তিনি বলেন, এটা তো সত্য কথা কিন্তু কেন করেনি এটা আমি জানি না। আমার চোখে কোনও উন্নয়ন তো নজরে আসেনি। বিস্ফোরক অনন্ত মহারাজ।
এদিকে কেন রাজ্যসভার সদস্য করা হয়েছিল তা নিয়েও বিস্ফোরক জবাব দিয়েছেন অনন্ত মহারাজ। ওই সংবাদমাধ্য়মের তরফে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তৃণমূল বলছে ২৪এর ভোটে রাজবংশীদের ভোট আদায়ের জন্য অনন্ত মহারাজকে বিজেপি রাজ্যসভার সাংসদ হিসাবে মনোনীত করেছে।❀ সেই প্রশ্নের জবাবে &n🧸bsp;অনন্ত মহারাজ বলেন, ঠিকই বলছে।
এদিকে অনন্ত মহারাজ অবশ্য় এখনও পৃথক রাজ্য়ের দাবিতে অনড়। তিনি ওই সংবাদমাধ্য়মের প্রশ্নের উত্তরে বলেন, আমাদের ইউটি ডিমান্ড নয়। কেন্দ্রশাসিত অঞ্চল সরকারের কমিটমেন্ট। আম♋রা স্টেট চেয়েছি। কিন্তু কে বলছে সেটা সংবিধানের স্টেট সিডিউলে নেই। এটা তো স্টেট গভর্নমেন্ট করবে না। কেন্দ্রকেই করতে হবে।
এখানেই শেষ নয়। অনন্ত মহারাজ আরও বলেন, দল বার বার বলছে আমায় চুপ থাকতে। কিন্তু আমি তো মানুষের প্রতিনিধি। আমাকে না💟চানো যাবে না। মানুষ চাইলে আমি সাংসদ পদ ছেড়ে দেব।&nbs☂p;