লোকসভা নির্বাচনের আগে মঙ্গলবার বিহারে ২২ আসনে প্রার্থী ꦚঘোষণা করেছে আরজেডি। ত𝐆াতে এবার দলের জাতীয় সভাপতি লালু প্রসাদের দুই মেয়েকে প্রার্থী করা হয়েছে। এর মধ্যে লালু কন্যা রোহিণী আচার্যকে প্রার্থী করা হয়েছে সারণ লোকসভা কেন্দ্র থেকে এবং মিসা ভারতীকে পাটুলিপুত্র থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এছাড়াও এই তালিকায় নাম রয়েছে মধ্য বিহারের বাহুবলী নেতা বিজয় কুমার শুক্লের।
আরও পড়ুন: 'কিডনির বিনিময়ে মেয়েকে লোকসভা ভোটের টিকিট দি🐠য়েছেন 🐲লালু', বিস্ফোরক BJP
মিসা ভারতী অনেক আগেই রাজনীতির ময়দানে পা রাখলেও এই প্রথমবার রাজনীতির ময়দানে পা রাখছেন রোহিণী। দেড় বছর আগে তিনিই কিডনি দান করে পিতা লালু প্রসাদকে বাঁচিয়েছিলেন। তিনি সারণ কেন্দ্রের প্রার্থী হয়েছেন। এই কেন্দ্রটি এক সময় লালু প্রসাদের দুর্গ হিসাবে পরিচিত ছিল। ১৯৭৭ সালে প্রথমবার এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন লালু প্রসাদ। এরপর ১৯৮৯, ২০০৪ এবং ২০০৯ সালেও এই আসন থেকে তিনি জয়ী হয়েছিলেন। যদিও প্রথমদিকে এই আসনটি চাপড়া নামে পরিচিত ছিল। পরে ২🦹০০৮ সালে এর নাম পরিবর্তন করে সারণ করা হয়। রোহিণী অবশ্যই প্রথমবারের মতো নির্বাচনী ময়দানে নামলেও তিনি ইতিমধ্💝যেই রাজনীতির সঙ্গে পরিচিত।
এদিকে, সারণ কেন্দ্রে রোহিণীর বিরুদ্ধে লড়বেন বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব প্রতাপ রুডি। তিনি ২০১৪ সালে এবং ২০১৯ সালে এই আসন থেকে জয়ী হয়েছিলেন। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীকে পরাজিত করেছিলেন তিনি। এর পরে ২০১৯ সালে লালু যাদবের ঘনিষ্ঠꦐ বন্ধু চন্দ্রিকা রাইকেও পরাজিত করেন। সেই রাজীবের বিরুদ্ধে লড়বেন লালু কন্যা।&▨nbsp;