তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে রয়েছে একাধিক চমক। তবে বিজেপির দাবি এই প্রার্থী তালিকায় এমন নাম রয়েছে যাঁরা বহিরাগত। এনিয়ে সংবাদ সংস্থা এএনআইতে মুখ খুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের আধ ঘণ্টা আগে ভাইপো বড় বড় ডায়লগ দিচ্ছিল। আর প্রার্থী করার পরে দেখলাম বাইরে থেকে প্রার্থী এনেছে তৃণমূল। কীর্তি আজাদ কোন বাঙালি জানি না, ইউসুফ পাঠান কোন বাঙালি জানি না। ইউসুফ পাঠান গুজরাট থেকে আসেন। মোদীও গুজরাট থেকে আসেন। মোদী বহিরাগত হয়ে যেতে পারেন। আর ইউসুফ পাঠান নন। এটা কোন ধরনের নিয়ম? কোনও বাঙালি পেলেন না? বাঙালি মুসলমান পেলেন না? গুজরাটি মুসলমান নিয়ে এলেন? লজ্জার ব্যাপার। তৃণমূল বাঙাল♐ি বিরোধী দল।
সুকান্ত আরও বলেন, ৭০ বছরের মানুষকে প্রার্থী করে ফেলেছেন। তার নামও রয়েছে ইডির কাছে। ভালো করে ঘুরতে পারছেন না। তাঁকেই প্রার্থী করা হয়েছে। বালুরঘাট থেকে প্রার্থী করেছেন। হেরে য𝓡াবেন তো! সেই সঙ্গেই ইন্ডিয়া জোট নিয়ে তিনি বলেন, ওসব জোট বলে কিছু নেই। একটা নৌকা। সেখানে মাঝি নেই। এবার তো ডুবে যাবে। মমতা বন্দ্যোপাধ্য়ায় কাউকে উঠতে দেন না। তিনি অভিনেতা অভিনেত্রীদের প্রার্থী হিসাবে নিয়ে আসেন। তাঁরা লোকসভাতেও যান না। মিমি, নুসরত, দেব, যেমন ছিল🐠েন। তারা কোনওদিন নেতা হবেন না অভিনেতা থেকে যাবেন। এতে ভাতিজাকে কেউ টপকাতে পারবেন না। তারা আসলে রাজনৈতিক প্রতিযোগিতাকে ভয় পান।
তিনি বলেন, বাংলায় কথা আছে। ভূতের মুখে রাম নাম। এখন বলছেন রাম নামের কথা। সন্দেশখালির মা বোনেরা এসেছেন। এত মানুষ আজ🎉 এখানে এসেছেন। ❀এখানে আগামী দিনে বিজেপির পতাকা উড়বে। ব্রিগেডের সভা ফ্লপ হয়েছে বলে দাবি করেন সুকান্ত মজুমদার।
এদিক🌸ে গত কয়েকদিন ধরে বাঙালির অধিকারের দাবিতে ভোট করার ব্যাপারে সুর চড়াচ্ছিলেন বাংলার পক্ষের লোকজন। এবার তাঁরা কী বলবেন? রবিবারও তারা🥀 এক্স হ্যান্ডেলে লেখেন, লোকসভা ভোটে বাঙালির অধিকারের দাবিতে ভোট দিতে হবে। শিলিগুড়িতে পথসভারও আয়োজন করা হয় এদিন। এমনকী সমস্ত লোকসভা কেন্দ্রে ভূমিপুত্র প্রার্থী করার দাবিতেও জোরালো আওয়াজ তোলার চেষ্টা করে বাংলা পক্ষ। এনিয়ে এক্স হ্যান্ডেলে নানা পোস্টও করা হয়। তবে সেই সঙ্গেই তারা জানিয়েছিল বাংলার মাটিতে আসানসোলে পবন বা শত্রুঘ্ন কোনও বহিরাগত কেন প্রার্থী হবে?