একদিকে, তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে, বিজেপি প্রার্থী তাপস রায়। নির্বাচনী লড়াইয়ে বেশ জমজমাট হয়ে উঠেছে ✨উত্তর কলকাতার রাজনৈতিক ময়দান। ৯ বারের জনপ্রতিনিধি সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিয়ে দাবি করেছেন, তিনি এবারও জিতে মেসির মতোই মাঠ ছাড়বেন। অন্যদিকে, সুদীপকে চ্যালেঞ্জ ছুঁড✨়ে দিয়েছেন তাপস রায়। তিনিও পালটা দাবি করেছেন, এবারই সুদীপের মাঠ ছাড়ার ব্যবস্থা করে দেবেন।
আরও পড়ুনঃ সবুজ পাঞ্জাবি পরে কুণালের সঙ্গে চা-চক্রে সুদীপ, 'বিজেপি' তকমা ⛦পেয়েছিলেন আগেই
৪ বারের বিধায়ক এব♋ং ৫ বারের সংসদ🍎 সুদীপ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, এবারের লোকসভা নির্বাচনেও তিনি জয়ী হবেন। আর তারপরে কোনও ভোটেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তবে উত্তর কলকাতার লড়াইটা এবার বেশ হাড্ডাহাড্ডি হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
ইতিমধ্যেই তৃণমূল নেতা কুণাল ঘোষ উত্তর কলকাতায় ভোট প্রচার নিয়ে দলের নেতৃত্বকে সতর্ক করেছেন। সেখানকার নেতাকর্মীদের আরও বেশি করে প্রচারের ময়দানে নামার পরামর্শ দিয়েছেন তিনি। কুণালের সতর্কবাণী অনেকেই তাপসকে বিজেপি বলে ধরে ন⭕া। তাছাড়া তাঁর সঙ্গে উত্তর কলকাতার আত্মিক যোগাযোগ রয়েছে। ফলে এ নিয়ে তিনি দলের নেতা কর্মীদের সতর্ক করেছেন।
যদিও কুণাল ঘোষ মনে করেন, উত্তর কলকাতায় লিড অব্যাহত থাকবে। এখানে তৃণমূল প্রার্থীই জয়ী হবেন। অন্যদিকে, পালটা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন ৪ বারের জনপ্রতিনিধি তাপস রায়। তিনি বলেছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় যতবারই বিধায়ক হোক🎃 বা সাংসদ হোন না কেন তা তিনি প্রিয়রঞ্জন দাসমুন্সী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় হয়েছেন। মানুষ এবার তাঁকে অবসর নিতে বাধ্য করবেন। তাঁকে এবারই মাঠ ছাড়ার ব্যবস্থা করা হবে।