কর্ণাটকের উদুপির তৃপ্তি নগরে একই পরিবারের ৪ সদস্যকে খুনের ঘটনারꦰ কিনারা করল পুলিশ। এই খুনের অভিযোগে পুলিশ বিমানের এক কেবিন ক্রু সদস্যকে গ্রেফতার করেছে। ধৃতের নাম হল প্রবীণ অরুণ চৌগালে। খুনের তিন দিনের মাথায় বুধবার বেলগাভি জেলার কুদাচির বাসিন্দা ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যক্তিগত আক্রোশের জেরেই এই খুন বলে জানতে পেরেছে পুলিশ। ধৃতকে আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
আরও পড়ুন: মুম্বইয়ে উদౠ্ধার মহিলার মুণ্ডু কাটা দেহ, নরবলির সম্ভাবনা খতিয়ে🐷 দেখছে পুলিশ
গত ১২ নভেম্বর একই পরিবারের ৪ সদস্যকে খুন করা হয়েছিল। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, ২১ বছর বয়সি আয়নাজকে খুন করার জন্যই প্রবীণ ওই বাড়িতে গিয়েছিল। কারণ প্রবীণ এবং আয়নাজ দুজনেই মেঙ্গলুরু আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ক্রু সদস্য হিসাবে কাজ করছিলেন। সেই উদ্দেশ্যে প্রথমে আয়নাজকে আক্রমণ করে প্রবীণ। পরে পরিবারের অন্য সদস্যরা তাকে আটকাতে আসলে তাদের উপরও হামলা চালায় প্রবীণ। এরপর প্রমাণ নষ্ট করার জন্য প্রবীণ আয়নাজের মা হাসিনা এবং তার দুই ভাই আফনান ও অসীমকে হত্যা করে। তাদের ৭০ বছরের ঠাকুমা হাজিরাকেও হামলা চালায় প্রবীণ। তবে ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছিলেন। পুলিশ জানতে পেরেছে, খুন করার জন্য একটি ছুরি ব্যবহার করেছিল প্রবীণ। সেই ছুরিটি উদ্ধার করেছে পুলিশ। এই খুনের ঘটনায় আরও কোনও বিষয় জড়♏িত রয়েছে কিনা তা তদন্তের পরেই জানা যাবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।