আজ মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। বিজেপি ও তৃণমূল, উভয়ের কাছেই এটা প্রেস্টিজ ফাইট। গত বিধানসভা ভোটে এই আসন ছিল তৃণমূলের ঝুলিতে। এই আবহে উপনির্বাচনে তা ধরে রাখতে চায় ঘাসফুল শিবির। আর বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাস তালুক এই মেদিনীপুর। এই আবহে রাজ্য রাজনীতিতে এবং দলে নিজের 'দাম' বাড়াতে এই উপনির্বাচন বেশ তাৎপর্যপূর্ণ শুভেন্দুর জন্যে। এই সবের মাঝেই আজ সকাল থেকেই পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে সরব হলেন শুভেন্দু। অভিযোগ করা হল, মেদিনীপুরে বিজেপি নেতার বাড়ি ঘেরাও করে রেখেছে পুলিশ। (আরও পড়ুন: অবশেষে সরকারি কর্মীদের বাড়💞ল ডিএ, ৩-৪ নয়... একলাফে ৭% বাড়ল মহার্ঘ ভাতা)
আরও পড়ুন: জনসমক্ষে মঞ্চে দাঁড়িয়ে 𝐆TMC-কে সমর্থন কলকাতা পুলিশের অফিসারের? বিস্ফোরক𓆉 সুকান্ত
শুভেন্দু সোশ্যাল মিডিয়া একটি ভিডিয়ো পোস্ট করে দাবি করেন, মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া এলাকায় বিজেপি নেতা নয়ন দে-র বাড়ি ঘেরাও করে রেখেছে পুলিশ। তিনি বিজেপির মন্ডল কমিটির সম্পাদক। অভিযোগ, মঙ্গলবার রাত্রি বারোটা থেকে বুধবার সকাল ছটা পর্যন্ত নয়ন দের বাড়ি ঘেরাও করে রাখে গুড়গুড়িপাল থানার প্রায় ৪০ জন পুলিশকর্মী। এই নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে শুভেন্দু অধিকারী লেখেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য বিপজ্জনক কাণ্ডকারখানা করছে। মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া পঞ্চায়েতের বিজেপির কার্যকর্তা নয় দে-কে বাড়ি থেকে বের হতে দেওয়া হচ্ছে না। তাঁর বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। ভোটে যাতে বিজেপির কর্মকর্তা অংশ নিতে না পারেন, তার জন্য তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছে।' (আরও পড়ুন: ꦚনৈহাটি ⛎উপনির্বাচন চলাকালীন ভাটপাড়ায় চলল গুলি, জখম TMC-র প্রাক্তন ওয়ার্ড সভাপতি)
আরও পড়ুন: Jharkhand Vote Live: 'বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঝ🐈াড়খণ্ডকে ধ্বংস করে꧙ দিয়েছে'
প্রসঙ্গত, মেদিনীপুরে জুন মালিয়া সাংসদ হওয়ায় বিধায়কের পদ ফাঁকা হয়ে যায়। এই আবহে এই আসনে আজ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই আসনে তৃণমূল প্রার্থী করেছে সুজয় হাজরা। আর এখানে বিজেপি প্রার্থী করেছে শুভজিৎ রায়কে। বামেদের তরফ থেকে সিপিআই এখানে প্রার্থী করেছে মণিকুন্তল খামরুইকে। শ্যামল কুমার ঘোষকে প্রার্থী করে কংগ্রেস। (আরও পড়ুন: WB By-Election Live: বুথ🐠ের সামনে তৃণমূলের দেওয়াল লিখন! ভোট শুরু হতেই 🌌মুছল কমিশন)
উল্লেখ্য, মেদিনীপুরে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বেশ সহজেই জিতেছিলেন তৃণমূল প্রার্থী জুন মালিয়🍸া। বিজেপি প্রার্থী সমিতকুমার🅰 দাসকে ২৪,৩৯৭ ভোটে হারিয়ে দিয়েছিলেন। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সঙ্গে জুনের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। শেষপর্যন্ত ২,১৭০ ভোটের লিড পেয়েছিলেন জুন। তাঁর প্রাপ্ত ভোট ছিল ১,০৯,৯২৬। আর অগ্নিমিত্রা পেয়েছিলেন ১,০৭,৭৫৬ ভোট।