রাজ্যে ভোট ঘোষণার দিনও তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের মুখে ‘খেলা হবে’। শুক্রবার দুপুরে সিউড়িতে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের কয়ে𒈔ক ঘণ্টা আগে বীরভ🌳ূম জেলা তৃণমূল সভাপতি বললেন, ‘ভোট ঘোষণা হবে ৪টেয় আর আমরা ৭টা থেকে খেলা শুরু করে দেব।’
এদিন কেষ্টবাবু বলেন, ‘আজ নির্বাচন ঘোষণা। কাল থেকে খেলা হবে। খেলা বন্ধ হবে না। নির্বাচন কমিশন ৪টেয় ভোট ঘোষণা করবে। আমরা ৭টা থেকে খেলা শুরু করে দেব। যেখানে যেম✨ন সেখানে তেমন খেলা হবে। গৃহবন্দি করুক আর যমের দুয়ারꦍে নিয়ে যাক কিছু যায় আসে না। খেলায় জিতবো আমরাই।’
শুক্রবার পশ্চিমবঙ্গে ৮ দফা𓄧য় নির্বাচন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত চলবে ভোটগ্রহণ। শেষ দফায় ভোট অনুব্রতর জেলা বীরভূমে।
এবারের বিধানসভা নির্বাচনের জনপ্রিয় স্൲লোগান ‘খেলা হবে’ প্রথম শোনা গিয়েছিল অনুব্রতর মুখেই। তার পর গোটা রাজ্য জুড়ে তা ছড়িয়ে পড়ে। শুক্রবার নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের পর সেই শব্দবন্ধ শোনা গিয়েছে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ𝄹েও। তিনি বলেন, ৮ দফায় খেলা হবে। হারিয়ে ভূত করে দেবো।