এই কেন্দ্রে এবারের তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন চন্দনা সরকার। এই আসনে বিজেপির তরফে দাঁড়াচ্ছেন স্বাধীনকুমার সরকার। অন্যদিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে এই কেন্দ্রে দাঁড়াচ্ছেন কংগ্রেসের আজিজুল 🥀হক।
মালদহ পশ্চিমবঙ্গের মালদহ বিভাগের একটি জেলা। ১৯৪৭ সালের ১৭ অগস্ট পুর্বতন মালদহ জেলার অংশবিশেষ নিয়ে মালদহ জেলা স্থাপিত হয়৷ জেলাটির জেলাসদর ইংরেজবাজার। মালদহ ও𝕴 চাঁচল মহকুমা দু’টি নিয়ে মালদহ জেলা গঠিত। জেলাটির অবস্থান পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে ৩৪৭ কিলোমিটার উত্তরে৷ এই জেলার বিধানসভা আসনগুলি হল, হবিবপুর, গাজোল, চাঁচল, হরিশচন্দ্রপুর, মালতীপুর, রতুয়া, মানিকচক, মালদহ, ইংরেজবাজার, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর।
বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্র মালদহ জেলার একটি বিধানসভা কেন্দ্র। কালিয়াচক বিধানসভা কেন্দ্র ২✃০১১ সাল পর্যন্ত অস্তিত্ব ছিল। এই কেন্দ্রটি ভেঙ্গে দু’টি নতুন নির্বাচন হয় মোথাবাড়ি বিধানসভা কেন্দ্র ও বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রটি কালিয়াচক-৩ সমষ্টি উন্নয়ন ব্লকের অন্তর্গত। বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রটি মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত।
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী স্বাধীনকুমার চৌধুরী জয়ী হয়েছিলেন৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল ৭০ হাজার ১৮৫৷ দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আজিজুল হক। তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ৬৫ হাজার ৬৮৮৷ বিজেপি প্রার্থী স্বাধীনকুমার চৌধুরী তাঁ💃র নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস প্রার্থী তৃণমূল কংগ্রেস প্রার্থী আজিজুল হককে ৪ হাজার ৪৯৭ ভোটে পরাজিত করেছিলেন। ২০১১ সালের নির্বাচনে কংগ্রেসের ইশাক খান চৌধুরী তাঁর নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের বিশ্▨বনাথ ঘোষকে এই আসনে পরাজিত করেছিলেন।