তখনও ভোটের প্রচার পুরোপুরি ℱজমে ওঠেনি। মাস কয়েক আগের ঘটনা। পেট্রল, ডিজেল, গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই সময় দেখা গিয়েছিল শিলিগুড়ির রাজপথে প্রতিবাদ মিছিলে হাঁটতএরপর গোটা ভোটপর্ব জুড়ে বিজেপির বিরুদ্ধে অলআউট আক্রমণ শানাতে জ্বালানির দাম বৃদ্ধিকেই অন্যতম হাতিয়ার করে তৃণমূল। দলের একাধিক সভায় সে বিষয়ে সুর চড়িয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকিবহাল মহলের মতে, জনসমর্থন আদায়ে ভোট বাজারে অত্যন্ত কার্যকরী হয়েছে এই হাতিয়ার। তবে এবার তৃণমূলের সেই হাতিয়ারও ভোঁতা হওয়ার মুখে।
রবিবার পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র পܫ্রধান কলকাতায় জানিয়েছেন, অদূর ভবিষ্যতেই কমতে পারে পেট্রল, ডিজেল, রান্নার গ্যাসের দাম। বাংলায় তৃতীয় দফা ভোটের ঠিক আগে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর এই আশ্বাস নিঃসন্দেহে তপ্ত চৈত্রে মধ্যবিত্তের হেঁসেলে আনবে স্বস্তির হাওয়া। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী জানিয়েছেন, গত কয়েকদিন ধরে পেট্রল ও ডিজেলের রেট কমতে শুরু করেছে। যখন আর্ন্তজাতিক ক্ষেত্রে অপরিশোধিত তেলের দাম কমবে, তখন তার সুবিধা সাধারণ ক্রেতারাও পাবেন। এলপিজির দামও কমতে শুরু করেছে। দিন কয়েকের মধ্যেই এই দাম আরও কমতে পারে। আশ্বাস কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর।