এখন বিধানসভা নির্বাচনের ট্রেন্ডিং স্লোগান ‘খেলা হবে’। আর তা শোনা যাচ্ছে ঘাসফুল শিবির থেকে পদ্মফুল শিবির পর্যন্ত। তবে রাজ্যের 🐟মুখ্যমন্ত্রীর মুখে বারবার খেলা হবে শোনা গেলেও বিজেপির রাজ্য সভাপতির মুখে খেলা নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। তিনি এককথায় অনড় থাকছেন না। যা নিয়ে রাজনৈতিক স্তরে নানা চর্চা শুরু হয়েছে। ইতিমধ্যেই দু’দফার ভোট শেষ হয়ে গিয়েছে। আর রাত পোহালেই ভোট তৃতীয়া।
এই পরিস্থিতিতে রবিবারই দিলীপ ঘোষ বলেছিলেন, ‘খেলা শেষ হয়ে গিয়েছে।’ এদিন গত দু’দফার নির্বাচন নিয়ে সংবাদমাধ্যমে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘আমরা যেরকম চেয়েছিলাম, গত দু’দফার ভোটে সেরকমই খেলা হয়েছে। তৃতীয় দফার নির্বাচনের পর মাঠে নামার কেউ সাহস পাবেন না। আসল খেলা হবে কলকাতায়।’ এই মন্তব্য ভোট তৃতীয়ার আগে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ বাকি দু’দফাতেই ভোটে ক𒁏ারচুপি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এখন বিধানসভা নির্বাচনের ট্রেন্ডিং স্লোগান ‘খেলা হবে’। আর ত⛎া শোনা যাচ্ছে ঘাসফুল শিবির থেকে পদ্মফুল শিবির পর্যন্ত। তবে রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে বারবার খেলা হবে শোনা গেলেও বিজেপির রাজ্য সভাপতির মুখে খেলা নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। তিনি এককথায় অনড় থাকছেন না। যা নিয়ে রাজনৈতিক স্তরে নানা চর্চা শুরু হয়েছে। ইতিমধ্যেই দু’দফার ভোট শেষ হয়ে গিয়েছে। আর রাত পোহালেই ভোট তৃতীয়া।
এই পরিস্থিতিꦇতে রবিবারই দিলীপ ঘোষ বলেছিলেন, ‘খেলা শেষ হয়ে গিয়েছে।’ এদিন গত দু’দফার নির্বাচন নিয়ে সংবাদমাধ্যমে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘আমরা যেরকম চেয়েছিলাম, গত দু’দফার ভোটে সেরকমই খেলা হয়েছে। তৃতীয় দফার নির্বাচনের পর মাঠে নামার কেউ সাহস পাবেন না♛। আসল খেলা হবে কলকাতায়।’ এই মন্তব্য ভোট তৃতীয়ার আগে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ বাকি দু’দফাতেই ভোটে কারচুপি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
|#+|
ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ? সোমবার সকালে দিলীপ ঘোষ বলেন, ‘আমরা যেমন চেয়েছিলাম সেইরকম খেলা হয়েছে। আমরা খেলেছি, প্রথম দু’দফায় বাকিরা মাঠের বাইরে চলে গিয়েছে। তৃতীয় দফার পর থেকে আর মাঠে নামার সাহস পাবে না। কলকাতায় এবার কেমন ভোট হয় দেখবেন। আসল খেলা এবার কলকাতায় হবে।’ তাহলে কী কলকাতায় ভোটের দিন হি🐬ংসার ব🅘াতাবরণ তৈরি হবে? মানুষ কী ভোট দিতে পারবে না? উঠছে প্রশ্ন।