মানিকচক বিধানসভা নির্বাচনে ১০৯০৮৫ ভোট পেয়ে জয়ী তৃণমূলের সাবিত্রী মিত্র। অন্যদিকে বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডল ৭৫,৪১৫টি ভোট পেয়েছেন।এই কেন্দ্রে এবারের তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবিত্রী মিত্র। এই আসনে বিজেপির তরফে দাঁড়াচ্ছেন গৌরচন্দ্র মণ্ডল। অন্যদিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে এই কেন্দ্রে দাঁড়াচ্ছেন কংগ্রেসের মহম্মদ মোত্তাকিন আলম।মালদহ পশ্চিমবঙ্গের মালদহ বিভাগের একটি জেলা। ১৯৪৭ সালের ১৭ অগস্ট পুর্বতন মালদহ জেলার অংশবিশেষ নিয়ে মালদহ জেলা স্থাপিত হয়৷ জেলাটির জেলাসদর ইংরেজবাজার। মালদহ ও চাঁচল মহকুমা দু’টি নিয়ে মালদহ জেলা গঠিত। জেলাটির অবস্থান পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে ৩৪৭ কিলোমিটার উত্তরে৷এই জেলার বিধানসভা আসনগুলি হল, হাবিবপুর, গাজোল, চাঁচল, হরিশচন্দ্রপুর, মালতীপুর, রতুয়া, মানিকচক, মালদহ, ইংরেজ বাজার, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর। মানিকচক বিধানসভা কেন্দ্র মালদহ জেলার একটি বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রটি মানিকচক সমষ্টি উন্নয়ন ব্লক, মিল্কি, ফুলবাড়িয়া ও শোভানগর গ্রাম পঞ্চায়েতগুলি ইংলিশ বাজার সমষ্টি উন্নয়ন ব্লকের অন্তর্গত। মানিকচক বিধানসভা কেন্দ্রটি মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এটি আগে মালদহ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছিল।২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী মহম্মদ মোত্তাকিন আলম জয়ী হয়েছিলেন৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল ৭৮ হাজার ৪৭২৷ দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সাবিত্রী মিত্র। তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ৬৫ হাজার ৮৬৯৷ কংগ্রেস প্রার্থী মহম্মদ মোত্তাকিন আলম তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস প্রার্থী সাবিত্রী মিত্রকে ১২ হাজার ৬০৩ ভোটে পরাজিত করেছিলেন। ২০১১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সাবিত্রী মিত্র তাঁর নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের রত্না ভট্টাচার্যকে পরাজিত করেছিলেন।এই নির্বাচনে কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে রামপ্রবেশ মণ্ডল নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দিয়েছিলেন। কিন্তু শেষ দিনে তিনি মনোনয়ন পত্র প্রত্যাহার করেছিলেন। ২০০৬ ও ২০০১ সালের বিধানসভা নির্বাচনে, সিপিআইএমের অসিমা চৌধুরী মানিকচক কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন। তাঁর নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের রামপ্রবেশ মণ্ডলকে পরাজিত করেছিলেন তিনি। ১৯৯৬ সালে কংগ্রেসের রামপ্রবেশ মণ্ডল সিপিআইএমের সুবোধ চৌধুরীকে পরাজিত করেছিলেন। ১৯৯১ সালে সিপিআইএমের সুবোধ চৌধুরী কংগ্রেসের রাম প্রবেশ মণ্ডলকে পরাজিত করেছিলেন।১৯৮৭ ও ১৯৮২ সালে কংগ্রেসের যোখিলাল মণ্ডল সিপিআইএমের সুবোধ চৌধুরীকে এই আসনে পরাজিত করেছিলেন। আবার ১৯৭৭ সালে সিপিআইএমের সুবোধ চৌধুরী কংগ্রেসের যোখিলাল মণ্ডলকে পরাজিত করেছিলেন। ১৯৭১—৭২ সালে কংগ্রেসের যোখিলাল মণ্ডল এই আসনে জেতেন। তার আগে ১৯৬৯ সালে কংগ্রেসের অরুণ চন্দ্র ঝা জিতেছিলেন। তারও আগে ১৯৬৭ সালে স্বতন্ত্র পার্টির আর.এস. সিংহি এই আসনে জয়লাভ করেছিলেন। ১৯৬২ সালে কংগ্রেসের সৌরিন্দ্র মোহন মিশ্র জিতেছিলেন। ১৯৫৭ সালে মানিকচক আসনটি ছিল না। ১৯৫১ সালে দেশের প্রথম নির্বাচনে কংগ্রেসের পশুপতি ঝা মানিকচক কেন্দ্র থেকে জিতেছিলেন।