পঞ্চম দফার নির্বাচন হতে এখনও পাঁচদিন বাকি। তার আগেই যুযুধান দু’পক্ষের সংঘর্ষে খাস কলকাতা উত্তপ্ত হয়ে উঠল। আসলে এটা ভোট পরবর্তী রাজনৈতিক সংঘর্ষ বলেই মনে করছেন এলাকাবাসী। কসবা থানা এলাকার পশ্চিম চৌবাগা এলাকায় রবিবার রাতে তৃণমূল কংগ্রেস–বিজেপি দু’পক্ষের সংঘর্ষে রীতিমত রণক্ষেত্রে পরিস্থিতি তৈরি হয়। যার জেরে মোতায়েন করা হল বিশাল পুলিশ বাহিনী। তবে এখানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। দোষীদের গ্রেফতারের দাবিতে থানার সামনে পথ অবরোধ করে চলল বিক্ষোভ।এদিকে বিজেপির অভিযোগ, রবিবার রাতে ১০৮ নম্বর ওয়ার্ডের বিজেপি কার্যালয়ে হামলা চালায় তৃণমূল কংগ্রেসের গুন্ডারা। পার্টি অফিসের সামনে বসে থাকা বিজেপি কর্মীদের লক্ষ্য করে ইট, বোতল ছুঁড়ে মারা হয়। ভাঙচুর করা হয় চেয়ার–টেবিল। এই ঘটনায় মহিলা–সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ।অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ওই এলাকায় থাকা বিজেপি পার্টি অফিসে ভোট শুরুর কিছুদিন আগেই দুষ্কৃতীরা আশ্রয় নিয়ে আছে। তারাই এদিন রাতে ওই পার্টি অফিসের ছাদ থেকে তৃণমূল কংগ্রেস কর্মীদের লক্ষ্য করে বোতল ছোঁড়ে। তাতে কয়েকজন কর্মী আহত হয়েছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। এই উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় কসবা থানার পুলিশ। বিজেপির আরও অভিযোগ, তাদের দলের সমর্থকদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। তবে এলাকায় চাপা উত্তেজনা আছে। তাই বিশাল পুলিশ বাহিনী মোতায়ন আছে এলাকায়।