জয়নগরে ভোট চলাকালীন বিজেপি সমর্থকদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জয়নগর কেন্দ্র꧃ে🎶র বিজেপি প্রার্থী রবীন সর্দার। তিনি গোটা ঘটনাটি নির্বাচন কমিশনকে জানিয়েছেন। এলাকায় অশান্তি যাতে বন্ধ হয়, সেই আর্জিও জানিয়েছেন কমিশনের কাছে।
জয়নগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বেলেদুর্গা নগর গ্রামের ১৮৪ ও ১৮৫ নম্বর বুথে ভোট দিতে আসেন এলাকার কিছু স্থানীয় যুবক। ওই যুবকরা এলাকায় বিজেপি সমর্থক হিসেবেই পরিচিত। আ🔯ক্রান্ত যুবকদের মধ্যে একজন বলেন, ‘আমরা এই রাস্তা দিয়ে আসছিলাম। কয়েকদিন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাদের দাঁড় করিয়ে মারধর শুরু করে। আমরা বিজেপি সমর্থক বলে আমার গলার হার ছিঁড়ে নেয়, মারধর করে। মাথায় মেরেছে। পিঠেও মারা হয়েছে।’ বিজেপির ওই সমর্থক দাবি করেন, ‘তৃণমূল আশ্রিত ১২-১৩ জন দুষ্কৃতী এই ধরনের ঘটনা ঘটিয়েছে। বিজেপি করি বলেই আমাদের এভাবে মারধর করা হল।’
জয়নগরের বিজেপি প্রার্থীর অভিযোগ, ‘এই সব ব💛ুথে তৃণমূল লিড পাবে না বলেই বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছে।এখানে অশান্তির পরিবেশ তৈরি করছে। নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাচ্ছি, এখানে যাতে অশান্তি বন্ধ করা হয়। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।’