ভোটের ফল বেরতেই তৃণমূল—বিজেপির সংঘর্ষে জেলায় জেলায় উত্তেজনা ছড়াচ্ছে। এবার ঘটনার কেন্দ্রবিন্দুতে জামুড়িয়া। তৃণমূল—বিজেপির সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল গোটা এলাকা। তৃণমূল কর্মী-সমর্থকদের মারধর, তাঁদের বাড়িতে বোমাবাজি, ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপি’র বিরুদ্ধে। যদিও ঘটনার কথা অস্বীকার করে পাল্টা তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে বিজেপি নেতৃত্ব। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জামুড়িয়া থানার পুলিশ। এলাকা উত্তপ্ত থাকায়, বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও উত্তপ্ত রয়েছে গোটা এলাকা।ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়া বিধানসভার অন্তর্গত তালতোর মাঝিপাড়ায়। তৃণমূলে অভিযোগ, তাদের সমর্থক পরেশ মাঝির বাড়িতে বোমাবাজি করা হয়েছ। শুধু তাই নয়, তাদের আরও ২ সমর্থক, স্বপন মাঝি ও তাঁর স্ত্রীকে বেধড়ক মারধর করা হয়েছে বলেও অভিযোগ।এই প্রসঙ্গে জামুড়িয়ায় তৃণমূলের পোলিং এজেন্ট কাজল মাঝি বলেন, ‘রবিবার ভোটের ফল ঘোষণার পরই বিজেপি সমর্থকরা আমাদের লক্ষ্য করে গালিগালাজ শুরু করে। পরে দলের কর্মী স্বপন ও তাঁর স্ত্রী দোকান খোলার জন্য তালতোর মোড়ে গিয়েছিলেন। সেখানেই তাঁদেরকে ধরে বেধড়ক মারধর করা হয়। এমনকী, তাঁদের বাড়িও ভাঙচুর করা হয়।’শুধু তাই নয়, তৃণমূলের আরও অভিযোগ, সোমবার সকাল থেকে ওই এলাকায় বোমাবাজি শুরু করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।’যদিও তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নের্তৃত্ব। এ প্রসঙ্গে জামুড়িয়ার বিজেপি প্রার্থী তাপস রায় বলেন, ‘ উল্টে আমাদের কর্মী-সমর্থকদের বাড়িতেই হামলা হচ্ছে, বোমাবাজি হচ্ছে। গণনাকেন্দ্রের বাইরে আমার গাড়ি সবার সামনে ভাঙচুর করা হল। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল সমর্থকদের বাড়িতে বিজেপি আক্রমণ করেছে, সেটা শুনে হাসি পাচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত করুক।’