২০২০ সালে মৃত্যুশোক কিছুতেই পিছু ছাড়ছে না বলিউডের। রবিবার সকালে ফের স্বজন হারানোর খবর এল বি-টাউনে। চলে গেলেন পরিচালক রজত মুখোপাধ্যায়। দীর্ঘ সময় ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন প্যায়ার তুনে ক্যায়া কিয়া, রোডের মতো ছবির পরিচালক। রজত মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর টুইটারে নিশ্চিত করেছেন 'রোড' অভিনেতা মনো𒆙জ বাজপেয়ী। তিনি লেখেন,'আমার ব♔ন্ধু,রোডের পরিচালক, রজত মুখার্জি আজ সকালে চলে গেলেন,দীর্ঘ লড়াই থেমে গেল। শান্তিতে ঘুমিয়ে থেকো রজত!! এখনও ভাবতে পারছি না আর দেখা হবে না,গল্প হবে না,কাজ নিয়ে আলোচনা হবে না। যেখানেই থেকো খুশিতে থেকো'।
২০০১ সালে ফরদিন খান,উর্মিলা মাতোন্ডকর, সোনালি কুলাকর্নি অভিনীত প্যায়ার তুনে ক্যায়া কিয়া ছবির সঙ্গে পরিচালক হিসাবে জার্নি শুরু হয় রজত মুখোপাধ্য⭕ায়ের। পরের বছর মুক্তি পায় রোড। যে ছবিতে দেখা মিলেছিল বিবেক ওয়েবর, অন্তরা মালি এবং মনোজ বাজপেয়ী। এছাড়াও লাভ ইন নেপাল এবং উম্মিদ নামের দুটি ছবিও পরিচালনা করেছিলেন রজত মুখোপাধ্যায়। রবিবার সকালে নিজের শহর জয়পুরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সূত্রের খবর কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন এই পরিচালক। মে মাসে দীর্ঘদিন হাসপাতালে ভর্তিও ছিলেন তিনি। এরপর ডায়ালেসিসে রাখা হয়েছিল তাঁকে।
রজত মুখোপাধ্যায়ের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন হনসল মেহতা,অনুভব সিনহার মতো বলিউড পরিচা𝕴লকরা।
অনুভব লেখেন, 'আরও একজন ভালো বন্ধু খুব তাড়াতাড়ি চলে গেল। পরিচালক রজত মুখার্জি। অনেকরকম স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিল ও। শেষ 🍸কয়েকমাস জয়পুরেই ছিল। ভালোভাবে য♔াস বন্ধু'।
মুম্বইয়ে স্ট্রাগলিংয়েꦛর সময় থেকে বন্ধু হনসল মেহতা ও পরিচালক রজত মুখোপাধ্যায়। এদিন বন্ধুর স্মরণে ‘আলিগড়’ পরিচালক লেখেন, ‘এইমাত্র খবর পেলাম আমার বন্ধু রজত মুখোপাধ্যায় আর নেই! প্যায়ার তুনে ক্যায়া কিয়া,রোডের মতো ছবির পরিচালক..বম্বের শুরুর দিকের স্ট্রাগল, কত খাবার..কত ওল্ড মঙ্কের বোতল ভাগ করে নিয়েছি আমরা..আরও করব অন্য এক পৃথিবীতে। তোকে খুব মিস করব বন্ধু’।