প্রতিভা কখনও চাপা রাখা যায় না। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে এমন অনেক প্রতিভা আমাদের নজরে আসে। তেমনই বাংলাদেশের এক প্যারোডিౠতে নেচে এখন তুমুল ভাইরাল কলকাতার তিন কন্যে। আদপে তাঁরা নৃত্য়শিল্পী, সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েট করেন। আর তাঁদের প্রশংসায় পঞ্চমুখ সকলে।
'আই লাভ ইউ, আম গাছে আম নেই, ঢিল কেন মারো? তোমার সাথে প্রেম নেই, চোখ কেন মারো?' বাংলাদেশের এক ব়্যাপারের তৈরি এই গান লকডাউনের সময় তুমুল ভাইরাল। পরনে উজ্জ্বল রঙের শাড়ি, চোখে কালো চশমা, কপালে বড় টিপ, ফিউশান বাঙালি সাজে এই গানে নেচে সোশ্যাল মিডিয়া মাত করেছেন তিন কন্যে- সৃজিতা ঘোষ, তিথি দাস এবং স্নেহা দাস। ইনস্টাগ্রামে মিলিয়ন মিলিয়ন ভিউ পেয়েছে তাঁদের এই ভিডিয়ো। প্রাচ্য-পাশ্চাত্যের নৃত্য়শৈলীর এই ধারণা কীভাবে এল তাঁদের মাথায়? আরও পড়ুন: মধ্যরাতে কেক কেটেছেন, পেয়েছেন বড় সারপ্রাইজ, জ𒊎ন্মদিনে সারাদিন কী প্ল্যান শ্রীমার
হিন্দুস্তান টাইমস বাংলাকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তথা ওডিসি নৃত্য়শিল্পী তিথি দাস জানিয়েছেন, ‘মাথায় চলছিল রাউডি টাইপের ম♕েয়ের একটা মুড চাই গানে। এরপরই ওই গানটা (আমায় দিও কল)-কে কীভাবে ক্লাসি✱ক্যাল রূপে তুলে ধরব সেই নিয়ে একটা ভাবনা চিন্তা চলছিল। সৃজিতা দি আর স্নেহা দুজনেরই ভারতনাট্যম ব্যাকগ্রাউন্ড, ফলে সেভাবে পুরো ব্যাপারটা শুরু হয়। আমাদের পোশাকে ছিল কলকাতারই একটা ব্র্যান্ড’।