অতিরিক্ত মাত্রায় কেট🤪ামাইন নেওয়ায় গত বছর 'ফ্রেন্ডস' খ্যাত অভিনেতা ম্যাথিউ পেরির মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় যুক্ত ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছিল বলে জানꦯায় মার্কিন গণমাধ্যম। আইনী কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এনবিসি জানিয়েছে, প্রথমে একজনকে গ্রেফতার করা হয়েছে, পরে টিএমজেড জানায়, যে একজন ডাক্তার সহ 'একাধিক' জনকে গ্রেফতার করা হয়েছে, কারণ তদন্তকারীদের তদন্তে উঠে এসেছে যে কীভাবে পেরি ড্রাগটি পেয়েছিলেন।
পেরি, ১৯৯৪-২০০৪ সাল পর্যন্ত বিখ্যাত সিটকমে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন, গত বছরের অক্টোবরে মাত্র ৫৪ বছর বয়সে, পুলে তাঁর দেহ পাওয়া গিয়েছিল। তাঁর এই অকাল প্রয়ানে তাঁর ভক্তরা ভেঙে পড়েছিলেন মধ্য। তাঁর এই ♓খবরে তাঁর সহকর্মীরাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছিল।
আরও পড়ুন: 'কল মি বে' মুক🍨্তির আগে করণের কাছে এ কোন আবদার করলেন অনন্যা!
ময়নাতদন্তে তাঁর মৃত্যুর কারণ হিসেবে পাওয়া যায় 'কেটামিনের তীব্র প্রভাব'। এটি একটি নিয়ন্ত্রিত ওষুধ যা বাজারে চট করে মেলে না, বা ডাক্তারের অনুমোতি ছাড়া এই ওষুধ বিক্রিও করা যায় না। কিন্তু অন𝐆েকেই এই ওষুধ দিয়ে নেশা করেন। তবে ম্যাথিউ পেরির কী হিসাবে গ্রহণ করতেন তা সেই মুহূর্তে বোঝা যায়নি। কারণ তাঁর পাকস্থলীতে এই ওষুধ অল্প পরিমাণে পাওয়া গিয়েছিল, কিন্তু তাঁর রক্তে এটি উচ্চ মাত্রায় পাওয়া যায়। ঠিক কীভাবে অভিনেতার শরীরে এই ওষুধ প্রবেশ করেছিল? তা নিয়ে শুরু হয়েছিল তদন্ত। লস এঞ্জেলেꦦস পুলিশ মে মাসে জানান যে, তাঁরা মৃত্যুর তদন্ত করছেন।
সেলিব্রেটি নিউজ সাইট টিএমজেড জানায় যে, পেরিকে কেটামিনের ব্যবস্থা করতে এবং সরবরাহ করতে সহায়তাকারী বেশ কয়েকজন ডিলার-সহ, একজন ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে।🍷' চিকিৎসক এবং পশুচিকিৎসকরা প্রায়শই কেটামিনকে চেতনানাশক হিসাবে ব্যবহার করেন এবং গবেষকরাও চিকিৎসা ক্ষেত্রে আর কী কী ভাবে এটি ব্যবহার করা যাবে সেই নিয়ে গবেষণᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚা চালাচ্ছেন।
আরও পড়ুন: নিজের সিরিজের প্রযোজক এবার অনন্যা স্বয়ং? অভিনেত্রী পোস্ট ঘিরে শ🥂োরগোল
প্রসঙ্গত, 'ফ্রেন্ডস'-এ ছয়জন নিউ ইয়র্কবাসীর ডেটিং এবং ক্যারিয়ারে নিয়ে জীবন গল্প কমেডির আঙ্গিকে দেখানো হয়েছিল। সেই সিরিজটি সারা বিশ্বব্যাপি সাড়াജ ফেলেছিল। কিন্তু পেরির কমেডি করার প্রতিভা তাঁকে দর্শকদের মনে আলাদা করে জাꦆয়গা করে দিয়েছিল। কেরিয়ারের সফলতম সময়ে মাদকাসক্তিকে হারিয়ে ফেরেন মূলস্রোতে। নিজের মতো করে গুছিয়ে নিয়েছিলেন নিজেকে।