আর জি করের নির্যাতিতা তরুণীর খুন ও ধর্ষণের পর ২৩ দিন অতিক্রান্ত। এখনও তদন্তের গতিপথ স্পষ্ট নয় আম জনতার কাছে। চিকিৎসক তরুণীর জন্য বিচার চেয়ে রবিবার বিকালে মহামিছিলে পা মেলায় শহর কলকাতা। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল। সন্ধ্যায় সেখানে চলে অবস্থান বিক্ষোভ, স্লোগান। রাত গড়াতেই জানা গেল, ‘রাত দখল’-এর সিদ্ধান্ত নিয়েছে ‘আমরা তিলোত্তমা’। আরও পড়ুন-আর জি করের কাণ্ডের পর ‘বেপাত্তা’ অনির্বাণ, পথে নেমে কী꧟ বললেন স্ত্রী মধুরিমা?
ধর্মতলায় ধর্নায় বসছেন সোহিনী, দেবলনী, স্বস্তিকারা। জন সাধারণের সঙ্গে রাত জাগবেন টলিউডের তারকারাও। বক্তব্য পেশ, গানের সুরে🅘 সুর মেলানো, নাচের মাধ্য💦মে চলছিল প্রতিবাদ। আচমকাই ধর্নামঞ্চে তাণ্ডব দেখালো এক মদ্যপ যুবক।
অভিযোগ, যে জায়গায় অবস্থান বিক্ষোভ করছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তীরা সেখানেই ঢুকে ⛎পড়ে অভব্য আচরণ করেন এই মত্ত যুবক। গেরুয়া রঙের টি-শার্ট পরা বছর ৩৫-এর ওই যুবকের পরিচয় জানা যায়নি। অভিযোগ মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করে অভিযুক্ত। ধর্নামঞ্চে থাকা পুরুষরা তাঁকে ধরে ফেলে, উপস্থিত হয় পুলিশও। উত্তেজিত জনতা তাঁকে মারতে উদ্যত হয়। কোনওরকম তাঁকে পুলিশ ভ্꧅যানে বসিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তবে কোন থানায় নিয়ে গিয়েছে কলকাতা পুলিশ তা এখনও স্পষ্ট নয়।
মেয়েদের সুরক্ষা নিয়ে যে মিছিল, যে ধর্না- সেখানেই এমন কাণ্ডে হতবাক সকলেই। রবিবার দুপুর তিনটে নাগাদ কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছিল মিছিল, যা শেষ হয় ধর্মতলায়। মিছিꦚল শেষে ভোর ৪টে পর্যন্ত রানি রাসমণি অ্যাভিনিউয়ে অবস্থান চলার কথা জানান উদ্যোক্তারা। ‘মেয়েদের রাত দখল’ কর্মসূচির অন্যতম উদ্যোক্ত🐠া রিমঝিমও এই দলে রয়েছেন।
সবার মুখে একটাই স্বর- ‘শেষ না দেখে ছাড়ব না’। পরিচালক বিরসা দাশগুপ্ত সংবাদমাধ্যমকে জানান, পাঁচ দফা 🔯দাবিতে রাজ্যের স্বাস্থ্য,🙈 শিক্ষা, নারী ও শিশু শিক্ষা দফতর এবং পরিবহন মন্ত্রকে ইমেল করা হয়েছে ‘আমরা তিলোত্তমা’র তরফে। জবাব না মিললে উঠবেন না কেউ।
৫ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আর জি কর মামলার পরবর্তী শুনানি। সিবিআই বন্ধ খামে সুপ্রিম কোর্টকে কী জানাবে, সেই দিকে তাকিয়ে সকলে। মিছিলে হাঁটতে হাঁটতে এদিন সবার অঙ্গীকার, '৫ সেপ্টেম্বরের অপেক্ষা। তার মধ্যে জবাব মিললে ভাল। নইলে প্রয়োজনে আরও বড় আন্দোলন।’ মানুষের এই স্বতঃস্ফূর্ত আন্দোলন নিঃসন্দেহে অস্বস্তি বাড়াচ্ছে মমতা সরকারে𓂃র।