বাংলা নিউজ > বায়োস্কোপ > বক্স অফিসে ঝোড়ো ব্যাটিং, ৩ দিনেই কোটির ঘরে ‘আমার বস’, লক্ষ্মীলাভ হল কত? কী বলছেন শিবপ্রসাদ?
'বহুরূপী'র পর এবার 'আমার বস' বক্স অফিসে আরও একটা ব্লকবাস্টার দেওয়ার পথেই হাঁটছেন শিবপ্রসাদ-নন্দিতার উইন্ডোজ প্রোডাকশন। ৯ মে, শুক্রবার কবিগুরুর জন্মদিনে মুক্তি পায় রাখি গুলজারের কামব্য়াক বাংলা ছবি 'আমার বস'। দীর্ঘ ২২ বছর পর বাংলা ছবির দুনিয়ায় ফিরলেন রাখি।
এদিকে শুক্রবার ৯ মে মুক্তির পর বক্স অফিসে ইতিমধ্যেই ৩ দিন কাটিয়ে ফেলেছে আমার বস। এই তিন দিনে আয় কত হল ছবিটির? এবিষয়ে উইন্ডোজ প্রোডাকশনের তরফে Hindustan Times Bangla-কে জানানো হয়, তিন দিনে ছবির আয় হয়েছে মোট ১ কোটি ১০ লক্ষ টাকা। অর্থাৎ শুক্র, শনি, রবি ঝড়ের গতিতে ব্য়টিং করেছে 'আমার বস'। এদিকে প্রযোজনা সংস্থার তরফে আরও জানানো হয় সোমবারও আমার বস-এর ৭৫টিরও বেশি শো ইতিমধ্যেই হাউজ ফুল।
আরও পড়ুন-শুরু থেকেই চর্চায়, মুক্তির পর হাউস ফুল, কত টিকিট বিক্রি হল ‘আমার বস’-এর?