সদ্যই মুক্তি পেয়েছে অভিষেক বচ্চন অভিনীত আই ওয়ান্ট✤ টু টক। অনেকেই সেই ছবিতে তাঁর অভিনয় দেখে প্রয়াত অভিনেতা ইরফান খানের সঙ্গে তুলনা করেছেন তাঁর। মুগ্ধ হয়েছেন অভিনেতার অভিনয়ে। আর তার পরপরই এদিন তিনি বলে বসেন যে এটার ক্রেডিট তিনি নিতে পারেন না, কারণ আজকাল সব অভিনেতারা পরিচালকদের হাতের পুতুল। আর এই ছবির ক্ষেত্রে তিনি সুজিত সরকারের হাতের পুতুল ছিলেন।
আরও পড়ুন: 'এখন সব রাত তো🧸মার.⭕..' গোলাপের আড়ালে সায়নদীপকে চুমু রূপসার! ভাইরাল ফুলসজ্জার ভিডিয়ো
কী বললেন অভিষেক?
ইটাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে সম্প্রতি অভিষেক বচ্চন তাঁর সঙ্গে যে ইরফান খানের তুলনা টানা হচ্ছে সেই প্রসঙ্গে কথা বলেন। জানান, 'আমার সঙ্গে এটার কোনও যোগ নেই। অভিনেতারা মোটা পারিশ্রমিক পায়, আর পরিচালকদের হাতের পুতুল হয়ে থ🐈াকে। আর এই ক্ষেত্রে পুতুল নাচানোর মাস্টার হয়ে ছিলেন ইনি' বলেই সুজিত সরকারক💜ে দেখিয়ে দেন।
তিনি এদিন আরও বলেন যে অভিনেতাদের উচিত পরিচালকদের বিশ্বাস করা এবং তাঁদের কাছে নিজেকে সমর্পণ করা। অভিষেকের কথায়, 'পরিচালককে বিশ্বাস করার সিদ্ধান্ত নেওয়ার পরও যদি ভাবেন যে আরে আমি তো স্টার, আমি এটা করব না, ওটা করব না তার অর্থ হল পরিচালক যℱেটা করতে চাইছেন সেটা তাঁকে আমি করতে দিচ্ছি না। উদাহরণ হিসেবে বলি ফরেস্ট গাম্পের কথা। সর্বকালের অন্যতম সেরা ছবি। উনি কিন্তু হিরো সুলভ ছিলেন না। কিন্তু চরিত্রটা ছিল। তাই প্রত্যেকটা অভিনেতার উচিত এই বিশ্বাসটা রাখার। তিনি এদিন বলেন, ' কখনও কখনও আমি বুঝি না যে অভিনেতারা কেন সেটা করেন না। আপনি সেই মানুষকেই বাছুন কাজ করার জন্য যাকে আপনি বিশ্বাস করেন।'
আই ওয়ান্ট টু টক ছবি প্রসঙ্গে
এই ছবিটির পরিচালনা করেছেন সুজিত সরকার, অভিনয়ে আছেন অভিষেক বচ্চন। জুনিয়র বচ্চনের চরিত্রটা এমন এক ব্যক্তির💞 যে ভীষণ অসুস্থ এব💜ং জীবন মরণের মাঝে ঝুলছে তাঁর প্রাণ। দর্শকদের থেকে দারুণ প্রশংসা পাচ্ছে ছবিটি।