অন্যান্য সেলিব্রেটিদের মতো সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হয়ে চুপচাপ হজম করেন না অভিষেক বচ্চন। উল্টে ট্রোলারদের নিজস্ব ভঙ্গিমায় পাল্টা মুখের মতো জবাব দিতে দেরি করেন না ' জুনিয়রবচ্চন '। অভিষেকের এই সপাটে জবাব যে তাঁর ফ্যানেরা দারুণ উপভোগ করেন সে বলাই বাহুল্য। সদ্য,সেরকমই ফের এক নজির রাখলেন এই বলি-তারকা। গত বৃহস্পতিবারই ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি + হটস্টার-এ মুক্তি পেয়েছে ' দ্য বিগ বুল '। কুখ্যাত স্টক ব্রোকার হর্ষদ মেহতার জীবন ও কান্ডকারখানা ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই ছবি। ছবিতে মুখ্যভূমিকায় রয়েছেন অভিষেক।কিছুদিন আগে এই একই বিষয়ে মুক্তি পেয়েছিল ' স্ক্যাম১৯৯২ : দ্য হর্ষদ মেহতা স্টোরি ' ছবি। হনসল মেহতা পরিচালিত ওই ছবিতে মুখ্যভূমিকায় করা প্রতীক গান্ধীর অভিনয় নজর কাড়ার সঙ্গে তারিফও কুড়িয়েছে ছবি সমালোচক ও দর্শকদের থেকে। এরমধ্যেই অভিষেকের সঙ্গে প্রতীকের অভিনয়ের তুলনা টেনে এনেছে নেটিজেনদের একাংশ। পাল্লা অবশ্য প্রতীকের দিকেই একটু ভারী। এই পরিস্থিতিতেই এক ব্যক্তি ' দ্য বিগ বুল ' দেখে ট্যুইট করেন যে ছবির চিত্রনাট্য জঘন্য থাকা সত্ত্বেও নিজের অভিনয় দিয়ে কোনওরকমে ছবিটিকে উতরিয়ে দিয়েছেন অভিষেক। হতাশ করেননি। ' দ্য বিগ বুল '-কে ' থার্ড রেটেড ' ছবি বলার পাশাপাশি ' জুনিয়র বি '-র অভিনয়কেও ' চলনসই ' এর তকমা দিয়েছেন ওই ব্যক্তি। একটুও দেরি না করে ওই ব্যক্তির টুইটের জবাবে কটাক্ষ করে পাল্টা ট্যুইট করে অভিষেক লেখেন, ' এটা জেনেই আমিবড্ড খুশি যে আমার অভিনয় আপনাকে নিরাশ করেনি। আমাদের এই ছবি দেখার জন্য অসম্ভব ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।'