আড়াই বছর। সপ্তাহে ৫ দিন করে টেলিকাস্ট ৫২৫ পর্ব। চলতি সপ্তাহে স্টার জলয়ার সব ধারাবাহিককে ছাপিয়ে প্রথম স্থান দখল করেছে ষ্টার জলসার ধারাবাহিক ‘মহাপীঠ তারাপীঠ’। টিআরপি রেটিং চার্ট অনুযায়ী ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৪। নম্বরের নিরিখে ‘মহাপীঠ তারাপীঠ’ চলতি সপ্তাহে তৃতীয় স্থানে উঠে এসেছে। ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকের পরিবারে যেন খুশির বন্যা।ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ বামাক্ষ্যাপার চরিত্রে রয়েছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। ধারাাবাহিকের অভিনয়ের পাশাপাশি তাঁকে এই কোভিড পরিস্থিতিতে বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বণ্টন করতে দেখা গেছে। সাহায্য় প্রার্থীদের জন্য বিভিন্ন এলাকায় নিজের টিমের সঙ্গে ত্রাণ নিয়ে ছুটে যেতে দেখা গেছে অভিনেতাকে। এবার তাঁদের গন্তব্য ছিল তারাপীঠের আটলা গ্রাম। এই পরিস্থিতিতে তারাপীঠে ভক্ত সমাগম প্রায় নেই বললেই চলে, তাই সাধ্যমতো খাদ্যসামগ্রী নিয়ে তাঁরা ছুটে গিয়েছিলেন এই গ্রামে। এদিন অভিনেতা তারাপীঠে তারা মায়ের মন্দির প্রদর্শনে গিয়েছিলেন। সেই ছবিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি। ছবিতে মন্দিরে তারা মায়ের বিগ্রহকে জড়িয়ে ধরে থাকতে দেখা গেছে সব্যসাচীকে। ক্যাপশনে মন্দির কর্তৃপক্ষ এবং মন্দির প্রধানকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা। অভিনেতা ছবি পোস্ট করতেই সামাজিক মাধ্যমে সেই ছবি ভাইরাল হয়ে যায়। অনুরাগীরা অভিনেতার এই উদ্য়োগকে সাধুবাদ জানিয়েছেন।