ক্যালেন্ডার অনুযায়ী এ বছর একইদিনে পড়েছিল দোল এবং🍨 শবে বরাত। রঙের উৎসবে মেতে ওঠার পাশাপাশি শবে বরাত-ও উদযাপন করেছেন নুসরত জাহান। হোলি এবং শবে বরাত উপলক্ষে অনুরাগীদের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন এই সাংসদ-অভিনেত্রী। শবে বরাত উপলক্ষে বৃহস্পতিবার ডালা হাতে বিখ্যাত নিজামুদ্দিন দরগাতেও হাজির হয়েছিলেন নুসরত। নেটমাধ্যমে সে মুহূর্তের একটি ভিডিয়ো নিজেই পোস্ট করেছেন তিনি।প্রসঙ্গত, সংসদ ভবনে বাজেট অধিবেশনে যোগ দিতে দিল্লিতে। সেখান থেকেই এক ফাঁকে দরগায় হাজির হয়েছিলেন নুসরত। তারকার আপ্ত সহায়ক অভিষেক-এর তরফে জানা গিয়েছে একথা।
ভিডিয়োতে দেখা যাচ্ছে দিল্লির বিখ্যাত নিজামুদ্দিন দরগার চত্বরে হেঁটে বেড়াচ্ছেন নুসরত। গায়ে জড়ানো পেস্তা রঙের সালোয়ার কুর্তা। মাথা ঢাকা ওড়নায়। এরপর ডালা কিনে তাঁকে পায়ে পায়ে হেঁটে এগোতে🅘 দেখা যায় দরগার দরজার উদ্দেশে। প্রথা মেনে নমাজ পড়ার পাশাপাশি দু'হাত জড়ো করে দুয়া চাইতেও দেখা যায় তাঁকে। প্রার্থনা সেরে দরগায় বাঁধেন ধাগা-ও। এরপর সেখানকার প্রথা অনুযায়ী আশীর্বাদ হিসেবে বাকি দর্শনার্থীদের মতো তাঁর কব্জিতেও বেঁধে দেওয়া হয় লাল-হলুদ সুতো। দেওয়া হয় চাদর। ভিডিয়োর শেষ দিকে দেখা যায় অন্যান্য দর্শনার্থীদের হাতে খাবার ও ফলের প্যাকেট তুলে দিচ্ছেন তিনি।
ইনস্টাগ্রামে তাঁর সেই ভꦯিডিয়োর পাশাপাশি অনুরাগীদের উদ্দেশে তিনি লিখেছেন যে বিশ্বাসটুকুই আমাদের সম্বল... আমাদের প্রয়োজন ভরসার...আস্থা রাখতে হবে সর্বশক্তিমান ঈশ্বরের উপর। ভালোবাসা ছড়িয়ে দিন সকলের মধ্যে...তবেই হয়ত ঈশ্বরের আশীর্বাদ ঝরে পড়বে𓃲।