হিন্দি নয়, আজকাল দক্ষিণের ছবিতেই তাঁকে বেশি দেখা যাচ্ছে। তামিল, তেলুগু, মালায়ালম ছবিতে চুটিয়ে কাজ করছেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি।𓃲 কিন্তু দক্ষিণী ছবি কেন! হিন্দি কেন নয়? সম্প্রতি সেবিষয়েই মুখ খুুলছেন অদিতি। অভিনেত্রীর কথায়, দক্ষিণের ফিল্ম নির্মাতারা বলিউডের থেকে বেশি প্রতিভার কদর করতে জানেন। তাই হিন্দি ছবিতে কাজ না পেলেও তিনি ভাবেন না। অদিতি রাও হায়দারির কথাা প্রসঙ্গেই তাঁর সহ অভিনেতা নাসিরুদ্দিন শাহর মন্তব্য পরিস্থিতি শীঘ্রই বদলাবে।
অদিতি ২০০৬ সালে মালায়ালম ছবি ‘প্রজাপতি’ দিয়ে অভিনয় দুনিয়ায় পা রাখেন। পরবর্তী সময়ে ‘দিল্লি ৬’, ‘ইয়ে সালি জিন্দেগি’, ‘রকস্টার’, ‘লন্ডন প্যারিস নিউ ইয়র্ক’, ‘মার্ডার-৩' এবং ‘পদ্মাবত’-এর মতো ছবিতে কাজ করেছেন অদিতি। পরবর্তী সময়ে মণি রত্নমের ‘কাতরু ভেলিয়াইদাই’, ‘চেক্কা চিভান্থা ভানাম’ ছবিতে অভিনয় করে আলোচনায় উঠে আসেন আদিতি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অদিতিকে প্রশ্ন করা হয়, হিন্দি ছবির নির্মাতারা দক্ষিণের মতো আপনার প্রতিভার সঠিক ব্যবহার করেনি, এই কথায় আপনি কি সহমত? উত্তরে অদিতি বলেন, ‘হ্যাঁ, এই কথাটা আজকাল আমাকে অনেকেই বলছেন। অদিতির কথা প্রসঙ্গে সেখানে উপস্থিত সহ অভিনেতা নাসিরুদ্দিন শাহ তখন মন্তব্য করেন, হতে পারে তামিল, মালায়ালম ছবির নির্মাতারা অনেক বেশি বুদ্ধিমান। তবে আমার মনে হয় অদিতির এটা🌳 নিয়ে চিন্তা করার কোনও কারণ নেই। শীঘ্রই ওঁরাও (হিন্দি ছবির নির্মাতা) অদিতির কাছে আসবে।’ প্রসঙ্গত, ‘তাজ-ডিভাইডেড বাই ব্লাড’-এ অদিতির সঙ্গে দেখা যাবে নাসিরুদ্দিন শাহকে।
অদিতি রাও হায়দারির কথায়, আমি এমন অনেককেই , যাঁরা এই বিশেষ শিল্পে সত্যিই অবিশ্বাস্য অনেক কাজ করেছেন। এমনকি আমি যখন প্রথম কাজ শুরু করি, তখন আমি অনেক ছোট, স্বপ্ন দেখতাম মণি রত্নম-এর ছবির নায়িকা হব। আমি জানতাম ♌যে আমাকে তামিল বলতে হবে, কারণ এটি ওঁর ভাষা। অনেকেই হয়ত জানেন না, তামিল ছবি বানিয়েই তিনি (মণি রত্নম) সবথেকে বেশি খুশি হন। আমি এমন একটি পরিবার থেকে এসেছি যেখানে আমার মা, দাদি পরি𝓰চিত লেখক। তবেং আমি বুঝতে পেরেছিলাম যে ভাষা, বর্ণ, ধর্ম কোনও কিছু গল্প বলার পথে বাধা নয়। একটা গল্প একটা অনুভূতিকে তুলে ধরে, তা সে যেকোনও ভাষাতেই হতে পারে।
প্রসঙ্গত, অদিতিকে পরবর্তীতে তাজ-ডিভাইডেড বাই ব্লাড-এ দেখা যাবে। যেট ৩ মা꧑র্চ থেকে Zee5-এ দেখা। এটি একটি পারিবারিক গল্পের সিরিজ, যেটা ১০টি পার্টে দেখানো হবে। অদিতি আনারকলির ভূমিকায় অভিনয় করেছেন, আর নাসিরুদ্দিন শাহ মুঘল সম্রাট আকবরের চরিত্রে ।