প্রাণবন্ত, সদা হাসিখুশি মেয়েটা আজ ১৩ দিন হল পাড়ি দিয়েছে না ফেরার দেশে। অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মৃত্যুর শোক আজও ভুলতে পারছে না তাঁর ফ্যানেরা। দ্বিতীয়বার অভিনেত্রী ক্যানসার জয় করবার পর তাঁকে আবারও ছোটপর্দায় দেখতে মুখিয়ে ছিল তাঁর গুণমুগ্ধরা। একটু একটু করে কাজের জগত🤪ে ফিরছিলেন ঐন্দ্রিলা। ‘ভাগাড়’ ওয়েব সিরিজে অভিনয় করেন, কালার্স বাংলার মহালয়া-তে ধরা দেন তিনি। এইসবের মাঝেই আচমকাই পালটে গেল সবকিছু। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার বিশ দিন পর প্রয়াত হলেন ঐন্দ্রিলা।
কিন্তু কথায় আছে শিল্পীর মৃত্যু হয় না। নি🌸জেদের কাজের মধ্যে দিয়েই তাঁর বেঁচে থাকেন। মাত্র কয়েক বছরের অভিনয় জীবনে বাংলা টেলিভিশনে কিছু না-ভোলবার মতো কাজ উপহার দিয়েছেন ঐন্দ্রিলা। পাশাপাশি ঐন্দ্রিলা মানেই তো নতুন আলোর দিশা। মানুষকে নতুন করে বাঁচবার অনুপ্রেরণা দিয়েছেন বহরমপুরের এই ভূমিকন্যা। ঐন্দ্রিলাকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে সান বাংলায় আবারও সম্প্রচারিত হতে চলেছে ‘জিয়ন কাঠি’। এই সিরিয়ালে জাহ্নবীর চরিত্রে দেখা গিয়েছিল ঐন্দ্রিলাকে। তাঁর অভিনীত শেষ সিরিয়াল এটি। এখন প্রশ্ন হল কবে থেকে আর কখন দেখা যাব💎ে এই সিরিয়াল?
শুক্রবার সান বাংলা কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়া পোস্টে ‘জিয়ন কাঠি’র কিছু অবিস্মরণীয় মুহূর্তের কোলাজ তুলে ধরে জানানো হয়, ‘ঐন্দ্রিলা আমাদে💝র মধ্যেই আছে, আমাদের মন-প্রাণ জুড়ে, জাহ্নবীর রূপে। চলুন আরেকবার দেখি জাহ্নবীর গল্প ‘জিয়নকাঠি’ ৫ ডিসেম্বর সোমবার থেকে বিকেল ৫.৩০টায়'।
হ্যাঁ, আগামী সোমবার থেকেই সান বাংলার পর্দায় আবারো দেখা যাবে ‘জিয়ন কাঠি’। চ্যানেলের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ঐন্দ্রিলার ভক্তরা। এই ধারাবাহিকে শুরুতে ঐন্দ্রিলার বিপরীতে অভিনয় করেছিলেন জয় মুখোপাধ্যায়, পরে অভিনেত্রীর সঙ্গে দুর্ব্যবহারের জেরে বাদ পড়েন তিনি, পরিবর্তে নায়ক চরিত্রে আসেন সোমরাজ মাইতি। দ্বিতীয়বার ক্যানসার আক্রান্ত হওয়ার পর ন🎀িজের অসুস্থতা সত্ত্বেও এই ধারাবাহিকের শ্যুটিং করেছিলেন ‘ফাইটার’ ঐন্দ্রিলা। কতটা মনের জোর থাকলে এমনটা করা সম্ভব? হ𓆏য়ত ঐন্দ্রিলা বলেই সবটা সম্ভব। ‘জিয়ন কাঠি’র পরশেই টেলিভিশনের পর্দায় ফের ‘জীবন্ত’ হবেন প্রয়াত অভিনেত্রী।
‘ইউয়িং সারকোমা’-র রোগী ছিলেন ঐন্দ্রিলা। এই টাইপের ক্যানসার সহজে পিছু ছাড়ে না। চিকিৎসকদের ধারণা ক্যানসার রিভাইভ করেছিল ঐন্দ্রিলার শরীরে, তা আচমকা মাথায় ছড়িয়ে যাওয়াতেই গত ১লা নভেম্বর ব💖্রেন স্ট্রোকে আক্রান্ত হন ঐন্দ্রিলা। এরপর কোমায় চলে যান অভিনেত্রী। দীর্ঘ টানাপোড়েনর পর গত ২০শে নভেম্বর দুপুরে মৃত্যু হয় ঐ🐈ন্দ্রিলা শর্মার।