Aishwarya Rai Bachchan: সব চরিত্রেই তিনি অপূর্ব, মোট কতবার ফিল্মফেয়ার জিতেছে ঐশ্বর্যর সিনেমা? Updated: 05 Mar 2025, 05:53 PM IST Swati Das Banerjee Aishwarya Rai Bachchan: বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন প্রথম সিনেমা থেকেই করেছিলেন বাজিমাত। অসাধারণ অভিনয় করে শুধুমাত্র নিজে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন তা নয়, নিজের সিনেমাকেও একাধিকবার জিতিয়েছেন পুরস্কার।