দেখতে দেখতে ১১ বছরে পা রাখল মেয়ে ন𒐪িতারা। আর শুভেচ্ছা-ভালোবাসায় ভরিয়ে দিল বাবা অক্ষয়। এমনিতেই বাবা আর মেয়ের বন্ডিংটা সবসময় একটু বেশিই শক্তপোক্ত হয়। সব মেয়ের কাছে বাবাই তার প্রথম হিরো। নিতারার কাছেও নিশ্চয়ই তাই। অক্ষয়ের শেয়ার করা ভিডিয়োতে দেখা গেল তিনি আর নিতারা হাত ধরে নামছেন সমুদ্রের জলে। ক্যাজুয়াল ড্রেসে অক্ষয়, আর সুইমস্যুট পরে আছে ছোট্ট নিতারা।
অক্🔥ষয় ♔এই ভিডিয়োর ক্যাপশনে লিখলেন, ‘আমি কখনোই বুঝতে পারি না কেন মেয়েরা এত দ্রুত বড় হয়। আমার ছোট্ট শিশুটি যে আমার হাত ধরে খুদে খুদে পদক্ষেপ নিত, সে শীঘ্রই একজন যুবতী হয়ে উঠবে, আর পুরো বিশ্বকে জয় করবে। আমি তোমার এবং তোমার সৃজনশীল মনের জন্য অবিশ্বাস্যভাবে গর্বিত নিতারা। অন্য বাচ্চারা ডিজনিল্যান্ডে বেড়াতে যেতে চায়, তুমি একটা ডিজনিল্যান্ড তৈরি করতে চাও। তোমার ডানা ছড়িয়ে দাও। সানসাইন আমি এবং তোমার মা সবসময় সেই ডানার নীচের বাতাস হওয়ার চেষ্টা করব। হ্যাপি বার্থ ডে আমার রাজকুমারী।’
আর টুইঙ্কল খান্না লিখলেন, ‘আমার মজাদার ছোট্ট দৈত্যটা আজ ১১ বছরে পা দিল। ও একদম সেরকম যা আমি ছোটবেলায় ছিলাম না, কিন্তু বড় হয়ে হওয়ার চেষ্টা করেছি… নির্ভীকভাবে আত্মবিশ্বাসী। সেপ্টেম্বরের একগু🐓চ্ছ জন💯্মদিনের চমকের কারণে আমার পকেট ফাঁকা থাকতে পারে তবে আমার হৃদয় এর থেকে ভরা আর কখনও ছিল না।’
অক্ষয়ের সঙ্গে টুইঙ্কলের ২০০১ সালে বিয়ে। এরপর তাঁদের এক কন্যা এবং এক পুত্র💙 হয়। তাঁদের ব✃ড় ছেলের নাম আরভ কুমার এবং মেয়ের নাম নিতারা কুমার।
কাজের সূত্রে, অক্ষয়কে শেষ দেখা গিয়েছে ওএমজি𝄹 ২ ছবিতে। যা বক্স ্ফিসে ১৫০ কোটির উপর ব্যবসা করে। অন্য দিকে, সোমবারই প্রকাশ্যে এসেছে মিশন রানিগঞ্জের ট্রেলার। মাইনিং ইঞ্জিনিয়ার যশবন্ত সিং গিলের চরিত্রে দেখা মিলেছে অক্ষয় কুমারের। ১৮৯৯ সালে রানিগঞ্জের কয়লা খনিতে ভূগর্ভের জল ঢুকে পড়ার ঘটনা নিয়ে এই সিনেমা। ভারতের প্রথম মাইনিং রেসকিউ অপারেশন হয়েছিল গিলেরই নেতৃত্বে। খনির উপর থেকে বোরহোল করে ‘ক্যাপসুল’ নামিয়ে চালানো হয়েছিল উদ্ধারকার্য। ইতিমধ্যেই বেশ ভালো সাড়া পেয়েছে ট্রেলার। ৬ অক্টোবর ছবি মুক্তির কথা।
এছাড়াও অক্ষয়ের হাতে রয়েছে ওয়েলকাম ৩, হাউজফুল ৫, জলিেলএলবি ৩, হেরা ফেরি ৪-এর মতো সিনেমাও। একগুচ্ছ হিট ছবির সিক্যুয়েল নিয়ে আসছেন খিলাড়ি কুমার। দেখার ‘ফ্ল♏প’ তকমাটা কপাল থেকে এবার মুছে যায় কি না!