ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ২২ বছর বয়সী অভিনেতা আমন জয়সওয়াল। আমন জনপ্রিয় ধারাবাহিক 'ধর্তিপুত্র নন্দিনী'- তে ‘আকাশ ভরদ্বাজ’-এর চরিত্রে অভিনয় করছিলেন। তরুণ অভিনেতার এই অকাল প্রয়ানে শোকাতুর তাঁর ভক্ত ও সহকর্মীরা।
যোগেশ্বরী হাইওয়েতে আমনের বাইককে একটি ট্রাক ধাক্কা দেয়। সেখানেই গুরুত্বর ভাবে আহত হন অভিনেতা, তারপর তাঁকে কামা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকদের বহু চেষ্টার পরও, আধ ঘন্টার মধ্যেই তিনি মারা যান। কিছু প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, আমন তাঁর নতুন কাজের জন্য অডিশন দিতে যাচ্ছিলেন। সেখানে যাওয়ার পথেই তাঁর সঙ্গে ঘটে যায় এই দুঃখজনক ঘটনা।
আরও পড়ুন: সইফকে ছুরি মারার সময়, কোথায় ছিলেন করিনা? পার্টি করছিলেন নাকি ছিলেন ঘুমিয়ে? বয়ান রেকর্ড মুম্বই পুলিশের
‘ধর্তিপুত্র নন্দিনী’-এর লেখক ধীরাজ মিশ্র খবরটি নিশ্চিত করেছেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ইন্ড্রাস্টিতে। আমনের সহ- অভিনেতা শগুন সিং -সহ অনেকেই অবশ্য এখনও তাঁর মৃত্যু সম্পর্কে কোনও মন্তব্য করেননি।
আমনের মৃত্যুর পর প্রকাশ্যে এসেছে তাঁর শেষ ইনস্টাগ্রাম। আর তাঁর সেই পোস্টের ক্যাপশন দেখে শোকাহত হয়ে পড়েছেন তাঁর ভক্তরা। ২০২৪-এর শেষ দিন ৩১ ডিসেম্বর তিনি পোস্টটি করেন। একটি ভিডিয়ো পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন '২০২৫-এ পা দিলাম, চোখে অনেক নতুন স্বপ্ন এবং অন্তহীন সম্ভাবনা নিয়ে।' জীবন থেকে তাঁর এত প্রত্যাশিত ছিল। কত স্বপ্ন নিয়ে তিনি শুরু করেছিলেন নতুন বছরের পথ চলা। কিন্তু তাঁরই এমন মর্মান্তিক পরণতি! তাই সবটা নিয়ে অভিনেতার অনুরাগীরা আরও ব্যথিত।
আরও পড়ুন: রাষ্ট্রপতির হাত থেকে মুরলিকান্ত পেটকার পেলেন অর্জুন পুরষ্কার! পাশে থাকলেন পর্দার ‘চান্দু চ্যাম্পিয়ন’ কার্তিক আরিয়ান
অভিনেতা উত্তরপ্রদেশের বালিয়ায় জন্মগ্রহণ করেন। বিনোদন জগতে খুব অল্প দিনের মধ্যেই তাঁর কাজের মাধ্যমে গভীর প্রভাব ফেলেছিলেন। তাই তাঁর এই ভয়াবহ পরিণতিতে ভেঙে পড়েছেন তাঁর অনুরাগীরা।
আমন অভিনিয় জগতে আসার আগে মডেল হিসেবে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। ‘ধর্তিপুত্র নন্দিনী’ ছাড়াও, তিনি 'পুণ্যশ্লোক অহিল্যাবাই'' -এ ‘যশবন্ত রাও’ -এর চরিত্রে অভিনয় করেছিলেন। তাছাড়া 'উদারিয়ান'- এও তিনি কাজ করেছিলেন। অভিনয়ের প্রতি তার নিবেদন এবং আবেগ সকলের কাছে তাঁকে অল্প সময়েই জনপ্রিয় করে তুলেছিল। তিনি তাঁর কাজের জন্য অনেক প্রশংসা ও সম্মানও অর্জন করেছিলেন। তাঁর শেষকৃত্যের কখন কীভাবে হবে সেই বিষয়ে এখনও কোনও খবর প্রকাশ্যে আসেনি।